রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে ভারতীয় রেলে ৯১৪৪টি শূন্যপদে টেকনিশিয়ান নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুন্যপদ, যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হলো।
রিক্রুটমেন্ট বোর্ড
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড
পদের নাম
টেকনিশিয়ান
শুন্যপদ
৯১৪৪টি
আবেদন মাধ্যম
অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট
indianrailways.gov.in
পদের নাম :
Technician Grade-I Signal
Technician Grade-III
শুন্যপদ :
পদ
শুন্যপদ
Technician Grade-I
১০৯২টি
Technician Grade-III
৮০৫২টি
মোট
৯১৪৪টি
শিক্ষাগত যোগ্যতা :
Technician Grade-I পদে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগের যেকোনো বিষয়ে স্নাতক পাশ অথবা ইঞ্জিনিয়ারিং বিভাগের যেকোনো বিষয়ে নূন্যতম তিন বছরের ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে।
Technician Grade-III পদে আবেদনের জন্য নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে এবং সঙ্গে যেকোনো ট্রেডে ITI ডিগ্রী থাকতে হবে।
বয়সসীমা :
পদ
বয়স
Technician Grade-I
১৮-৩৬ বছর
Technician Grade-III
১৮-৩৩ বছর
মাসিক বেতন :
পদ
বেতন
Technician Grade-I
২৯,২০০/- টাকা
Technician Grade-III
১৯,৯০০/- টাকা
আবেদন মূল্য :
ক্যাটাগরি
আবেদন মূল্য
SC, ST, Ex-Servicemen, Female, Transgender, EBC
২৫০/- টাকা
বাকি অন্যান্য
৫০০/- টাকা
আবেদন পদ্ধতি :
অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু
৯ই মার্চ ২০২৪
আবেদন প্রক্রিয়া শেষ
৮ই এপ্রিল ২০২৪
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।