Saturday, November 2, 2024
Homeরেলওয়ে গ্রুপ ডিরেলওয়ে গ্ৰুপ ডি পরীক্ষার প্রশ্ন 2022 PDF | Railway Group D Exam...

রেলওয়ে গ্ৰুপ ডি পরীক্ষার প্রশ্ন 2022 PDF | Railway Group D Exam 2022

রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন ও উত্তর PDF

রেলওয়ে গ্ৰুপ ডি পরীক্ষার প্রশ্ন 2022 PDF | Railway Group D 24th August 2022 Questions in Bengali PDF

রেলওয়ে গ্ৰুপ ডি পরীক্ষার প্রশ্ন 2022 PDF
রেলওয়ে গ্ৰুপ ডি পরীক্ষার প্রশ্ন 2022 PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজ রেলওয়ে গ্ৰুপ ডি পরীক্ষার প্রশ্ন 2022 PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ২৪শে আগস্ট ২০২২ এ অনুষ্ঠিত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তরসহ দেওয়া আছে।

সুতরাং সময় অপচয় না করে রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন ও উত্তর গুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন, যাতে করে অফলাইনেও এটি পড়তে পারেন।

Railway Group D 24 August 2022 Questions


০১. মকর সংক্রান্তি কোন মাসে পালন করা হয় ?
উত্তরঃ জানুয়ারি।

০২. ব্লিচিং পাউডার কোন গ্যাস দিয়ে তৈরি করা হয় ?
উত্তরঃ ক্লোরিন।

০৩. অ্যালুমিনিয়ামের আকরিক এর নাম কি ?
উত্তরঃ বক্সাইট।

০৪. মহেন্দ্র গিরি পাহাড় কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ ওড়িশা।

০৫. ভারতীয় টাকার নোট ছাপানোর অধিকার কার আছে ?
উত্তরঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

০৬. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে লাইসেন্স ব্যবস্থা চালু হয় ?
উত্তরঃ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।

০৭. গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন ?
উত্তরঃ বোধগয়া।

০৮. ইন্দিরা গান্ধি কবে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন করেছিলেন ?
উত্তরঃ ১৯৬৬ সালে।

০৯. কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি ?
উত্তরঃ Na2Co3,10H2O.

১০. অনুচ্ছেদ ৫৩ অনুযায়ী সভার নির্বাহী ক্ষমতা কার থাকে ?
উত্তরঃ রাষ্ট্রপতি।

১১. ভারতের প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান কে ?
উত্তরঃ রাষ্ট্রপতি।

১২. হাইড্রোজেনের অপসারণকে কি বলা হয় ?
উত্তরঃ জারণ।

১৩. ভারতের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তরঃ কে. সি. নিয়োগী।

১৪. সবচেয়ে ছোট দ্বীপ কোন নদীতে রয়েছে ?
উত্তরঃ ব্রহ্মপুত্র (উমানন্দ দ্বীপ)।

১৫. কর্ক কোষে কোন তরল পাওয়া যায় ?
উত্তরঃ সুবেরিন।

১৬. গান্ধিজি কোন আইনের বিরুদ্ধে ১৯১৯ সালে সর্বভারতীয় আন্দোলনের ডাক দেন ?
উত্তরঃ রাওলাট আইন।

১৭. ১০০০তম ODI ম্যাচ ভারত কোন দেশের সঙ্গে খেলেছে ?
উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ।

১৮. বিশ্বে সর্বাধিক মূল্যবান ভারতীয় বীমা ব্র্যান্ড হিসাবে LIC এর অবস্থান কত ?
উত্তরঃ দশম।

১৯. ১৮১৩ সালে কোন আইন চালু করা হয় ?
উত্তরঃ চার্টার অ্যাক্ট বা সনদ আইন।

২০. ২০২১ সালে পঞ্চায়েতি রাজ মন্ত্রী কাকে বানানো হয়েছিল ?
উত্তরঃ গিরিরাজ সিংহ।

২১. কোন প্রাণীর অযৌন জনন দেখা যায় ?
উত্তরঃ হাইড্রা।

File Details :


File Name : Railway Group D Questions (24 Aug 2022)
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.4 MB

Railway Group D 17 August 2022 QuestionsClick Here
Railway Group D 18 August 2022 QuestionsClick Here
Railway Group D 22 August 2022 QuestionsClick Here
Railway Group D 23 August 2022 QuestionsClick Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts