রেলওয়ে গ্ৰুপ ডি পরীক্ষার প্রশ্ন 2022 PDF | Railway Group D 24th August 2022 Questions in Bengali PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ রেলওয়ে গ্ৰুপ ডি পরীক্ষার প্রশ্ন 2022 PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ২৪শে আগস্ট ২০২২ এ অনুষ্ঠিত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তরসহ দেওয়া আছে।
সুতরাং সময় অপচয় না করে রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন ও উত্তর গুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন, যাতে করে অফলাইনেও এটি পড়তে পারেন।
Railway Group D 24 August 2022 Questions
০১. মকর সংক্রান্তি কোন মাসে পালন করা হয় ?
উত্তরঃ জানুয়ারি।
০২. ব্লিচিং পাউডার কোন গ্যাস দিয়ে তৈরি করা হয় ?
উত্তরঃ ক্লোরিন।
০৩. অ্যালুমিনিয়ামের আকরিক এর নাম কি ?
উত্তরঃ বক্সাইট।
০৪. মহেন্দ্র গিরি পাহাড় কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ ওড়িশা।
০৫. ভারতীয় টাকার নোট ছাপানোর অধিকার কার আছে ?
উত্তরঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
০৬. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে লাইসেন্স ব্যবস্থা চালু হয় ?
উত্তরঃ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।
০৭. গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন ?
উত্তরঃ বোধগয়া।
০৮. ইন্দিরা গান্ধি কবে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন করেছিলেন ?
উত্তরঃ ১৯৬৬ সালে।
০৯. কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি ?
উত্তরঃ Na2Co3,10H2O.
১০. অনুচ্ছেদ ৫৩ অনুযায়ী সভার নির্বাহী ক্ষমতা কার থাকে ?
উত্তরঃ রাষ্ট্রপতি।
১১. ভারতের প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান কে ?
উত্তরঃ রাষ্ট্রপতি।
১২. হাইড্রোজেনের অপসারণকে কি বলা হয় ?
উত্তরঃ জারণ।
১৩. ভারতের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তরঃ কে. সি. নিয়োগী।
১৪. সবচেয়ে ছোট দ্বীপ কোন নদীতে রয়েছে ?
উত্তরঃ ব্রহ্মপুত্র (উমানন্দ দ্বীপ)।
১৫. কর্ক কোষে কোন তরল পাওয়া যায় ?
উত্তরঃ সুবেরিন।
১৬. গান্ধিজি কোন আইনের বিরুদ্ধে ১৯১৯ সালে সর্বভারতীয় আন্দোলনের ডাক দেন ?
উত্তরঃ রাওলাট আইন।
১৭. ১০০০তম ODI ম্যাচ ভারত কোন দেশের সঙ্গে খেলেছে ?
উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ।
১৮. বিশ্বে সর্বাধিক মূল্যবান ভারতীয় বীমা ব্র্যান্ড হিসাবে LIC এর অবস্থান কত ?
উত্তরঃ দশম।
১৯. ১৮১৩ সালে কোন আইন চালু করা হয় ?
উত্তরঃ চার্টার অ্যাক্ট বা সনদ আইন।
২০. ২০২১ সালে পঞ্চায়েতি রাজ মন্ত্রী কাকে বানানো হয়েছিল ?
উত্তরঃ গিরিরাজ সিংহ।
২১. কোন প্রাণীর অযৌন জনন দেখা যায় ?
উত্তরঃ হাইড্রা।
File Details :
File Name : Railway Group D Questions (24 Aug 2022)
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.4 MB
Railway Group D 17 August 2022 Questions | Click Here |
Railway Group D 18 August 2022 Questions | Click Here |
Railway Group D 22 August 2022 Questions | Click Here |
Railway Group D 23 August 2022 Questions | Click Here |