Thursday, October 10, 2024
Homeচাকরির খবরমেডিকেল অফিসার এবং স্টাফ নার্স নিয়োগ 2023

মেডিকেল অফিসার এবং স্টাফ নার্স নিয়োগ 2023

পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরে মেডিকেল অফিসার এবং স্টাফ নার্স নিয়োগ

পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ 2023 | Purba Bardhaman Health Recruitment 2023

মেডিকেল অফিসার এবং স্টাফ নার্স নিয়োগ 2023
মেডিকেল অফিসার এবং স্টাফ নার্স নিয়োগ 2023

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে মেডিকেল অফিসার এবং স্টাফ নার্স নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে দেওয়া হল-

রিক্রুটমেন্ট বোর্ডপশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর
পদের নামমেডিকেল অফিসার এবং স্টাফ নার্স
শুন্যপদ১৮টি
আবেদন মাধ্যমঅনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটwbhealth.gov.in
পদের নাম :
  • মেডিকেল অফিসার
  • স্টাফ নার্স
শুন্যপদ :
পদের নামশুন্যপদ
মেডিকেল অফিসার৯টি
স্টাফ নার্স৯টি
শিক্ষাগত যোগ্যতা :
  • মেডিকেল অফিসার– মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যেকোনো ইন্সটিটিউট থেকে এমবিবিএস ডিগ্রি ও ন্যূনতম এক বছরের ইন্টার্নশিপ অভিজ্ঞতা থাকতে হবে। এবং অবশ্যই পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।
  • স্টাফ নার্স– ভারতীয় নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM কোর্স অথবা B.SC নার্সিং কোর্স থাকতে হবে। এছাড়াও লোকাল ভাষা জানতে হবে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়সসীমা :
পদসর্বোচ্চ বয়সসীমা
মেডিকেল অফিসার৬২ বছর
স্টাফ নার্স৪০ বছর
মাসিক বেতন :
পদবেতন
মেডিকেল অফিসার৬০,০০০/- টাকা
স্টাফ নার্স২৫,০০০/- টাকা
আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য :
প্রার্থীমূল্য
সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থী৫০/- টাকা
অন্যান্য প্রার্থী১০০/- টাকা
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদনের শেষ তারিখ১২ই জুন ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটভিজিট করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
আরও দেখুন :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts