WB Primary TET Pedagogy Mock Test in Bengali Part 05
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের জন্যে রইলো ত্রিশ নম্বরের প্রাইমারি টেট পেডাগজি মক টেস্ট। এটিতে বাংলা, শিশুশিক্ষা, অঙ্ক, ইংরেজি ও পরিবেশ বিদ্যা এই পাঁচটি বিষয় থেকে শুধুমাত্র পেডাগজি টপিক থেকে ছয়টি করে প্রশ্ন দেওয়া আছে। আমরা রাখছি আমাদের দেওয়া এই ধরনের মক টেস্ট গুলি পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের ভীষণ সাহায্য করবে।
Primary TET Pedagogy Mock Test
মকটেস্ট | প্রাইমারি টেট |
পর্ব | ০৫ |
প্রশ্ন সংখ্যা | ৩০টি |
মোট সময় | ৩০ মিনিট |
QUIZ START
#1. কু কু (Cooing) শব্দ শিশু কোন সময়ে করে ?
#2. LAD- এর পূর্ণ রূপ কী ?
#3. ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রগুলি হল-
#4. ভাষা আয়ত্তীকরণের একটি উপাদান হল-
#5. কত বছরে শিশু প্রচুর শব্দ আয়ত্ত করে ?
#6. শিশুদের কলধ্বনি বা Babbling কখন শুরু হয় ?
#7. প্রাথমিক বিদ্যালয়ে প্রথম স্তরে কোন বিষয়ের উপর জোর দেওয়া হয় ?
#8. শিশুর প্রকৃতি হচ্ছে সর্বদা কিরূপ ?
#9. মন্তেসরি শিক্ষার মূল ভিত্তি-
#10. প্যাভলভের শিখন তত্ত্বটি কী নামে পরিচিত ?
#11. প্রকৃত তথ্যের সঙ্গে যে স্মৃতি সম্পর্কিত তাকে বলে-
#12. আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে-
#13. Which language skills are receptive?
#14. Grammar Translation method stresses on?
#15. Study of meaning in a language is known as?
#16. Identify the statement which is not true-
#17. Holistic evaluation of learner’s is done by-
#18. Effective learning takes place when the learners are-
#19. জ্যামিতির ব্যবহার প্রথম শুরু হয়-
#20. ‘Mathemata’ শব্দের অর্থ-
#21. শিক্ষণের বিচারের মাধ্যমে মানসিক শক্তির যে বৈশিষ্ট্যাবলি বিকশিত হয় তা হল-
#22. গণিতের নৈবত্তিক প্রশ্ন গুলির মধ্যে থাকে-
#23. ভাইগটস্কির তত্ত্বে গণিত শিখনের ক্ষেত্রে যে বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে-
#24. 'বিশ্লেষণ থেকে সংশ্লেষনের দিকে অগ্রসর হওয়া' - এটি হল একটি-
#25. শিক্ষার্থীদের দ্বারা EVS শিখনের ক্ষেত্রে পিতামাতা এবং সম্প্রদায়ের অংশগ্রহণকে উন্নীত করার সবচেয়ে উপযুক্ত উদ্দেশ্য কোনটি ?
#26. পরিবেশগত অধ্যয়ন হল _____ বিষয়।
#27. নিম্নলিখিত কোন পদ্ধতিটি শিক্ষাদানের কৌশলের অনুমতিমূলক শৈলী নয় ?
#28. কোনটি EVS শিখনের জন্য একটি উৎকৃষ্ট সাধন হতে পারে ?
#29. পরিবেশ শিক্ষার ক্লাসে ব্ল্যাক বোর্ডে লেখার সময় কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ ?
#30. আপনার মতে ‘পরিবেশ শিক্ষা’র কার্যকরী শিক্ষণ নির্ভর করে। শিক্ষক শিক্ষিকার-
Finish
Education
Good question level
Ha
Hi
Yes sir
Very nice sir
Excellent set :
Nice