প্রাইমারি টেট মক টেস্ট | Primary TET Mock Test Part-03
সুপ্রিয় বন্ধুরা, আজ আয়োজন করেছি ত্রিশ নম্বরের পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট মক টেস্ট। এটিতে বাংলা, শিশুশিক্ষা, অঙ্ক, ইংরেজি ও পরিবেশ বিদ্যা এই পাঁচটি বিষয় থেকে ছয়টি করে প্রশ্ন দেওয়া আছে। আমরা রাখছি আমাদের দেওয়া এই ধরনের মক টেস্ট গুলি পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের ভীষণ হেল্প করবে। কুইজটিতে অংশ নিতে নীচে দেওয়া কুইজ স্টার্ট বাটনে ক্লিক করুন।
Primary TET Mock Test
মকটেস্ট
প্রাইমারি টেট
পর্ব
০৩
প্রশ্ন সংখ্যা
৩০টি
মোট সময়
৩০ মিনিট
QUIZ START
Results
Pass
Congratulations…
Fail
Better Luck Next Time…
#1. মাতৃভাষা শিক্ষাদানের ক্ষেত্রে একটি দৃশ্য শ্রাব্য মাধ্যম হল –
#2. মনোবৈজ্ঞানিক পথে শিক্ষাদানের উদ্দেশ্য –
#3. মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য কি ?
#4. ব্যক্তিত্ব বিকাশের সহায়ক হল –
#5. প্রাথমিক স্তরে একটি শিশুর বয়স কত হবে ?
#6. শ্রেণী পঠনের ব্যবস্থাকে সার্থক করে তুলতে হলে চাই –
#7. “নতুন পরিস্থিতি এবং সমস্যার সঙ্গে খাপ খাওনোর ক্ষমতাই হল বুদ্ধি”-এই কথাটি বলেছেন –
#8. মানসিক প্রতিবন্ধী হিসেবে ধরা হয় তাদের, যাদের বুদ্ধ্যঙ্ক –
#9. স্বকীয় ও অন্তর্জাত বৃদ্ধিই হল –
#10. সাফল্যলাভের প্রেষণা তত্বের অবতারণা করেন –
#11. ‘School of the Mother Knee’ গ্রন্থের লেখক হলেন –
#12. আমাদের দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রিক হয় –
#13. গণিতের মূল্যায়নের জন্য একজন গণিত শিক্ষকশিক্ষিকার ব্যবহার করা উচিৎ –
#14. গণিতের বৈশিষ্ট্য হল –
#15. গণিত বইয়ের পাঠ্যসূচি হওয়া দরকার –
#16. ‘বিদ্যালয় ছুট ‘ সমস্যাটির সমাধান করা যায় –
#17. মূল্যায়ন হল –
#18. গণিত শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হল –
#19. Choose the correct antonym of the given word – urban :
#20. Please don’t ____ the truth.
#21. I have never travelled ____ air.
#22. Choose the correct synonym of the given word – slender :
#23. I usually got to bed ____ midnight.
#24. If I ___ a bird !
#25. ক্রান্তীয় অঞ্চলের বৃক্ষহীন তৃণভূমি কে কি বলে ?
#26. উদ্ভিদ ও প্রাণী জগতের সমষ্টিকে কি বলে ?
#27. বাস্তুতন্ত্রে শক্তির উৎস কোনটি ?
#28. কবে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় ?
#29. মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুর উপাদান টির নাম কি ?
#30. ‘ইকোলজি’ (Ecology) শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে ?
Nice
Try to best
please provide us in english version too
15
Very helpful 👍
Nice
19
Good helpful sir
18