প্রাথমিক টেট মক টেস্ট | WB Primary TET Mock Test in Bengali
সুপ্রিয় বন্ধুরা,
আজ আয়োজন করেছি পঁচিশ নাম্বারের একটি প্রাথমিক টেট মক টেস্ট। যেটিতে বাংলা, ইংরেজি, শিশুশিক্ষা, পরিবেশ বিদ্যা এবং অঙ্ক বিষয় থেকে পাঁচটি করে প্রশ্ন দেওয়া আছে। যেটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিকে যাচাই করতে সাহায্য করবে। কুইজটিতে অংশ নিতে নীচে দেওয়া স্টার্ট কুইজ বাটনে ক্লিক করুন।
Primary TET Mock Test
মকটেস্ট | প্রাথমিক টেট |
প্রশ্ন সংখ্যা | ২৫টি |
সময় | ২৫মিনিট |
QUIZ START
#1. ভালো শিক্ষাদান বলতে বোঝায়-
#2. উন্নত টি.এল.এম -এর হওয়া উচিত
#3. নীচের কোনটি শিখন প্রক্রিয়ার সঙ্গে সবচেয়ে কম সম্পর্কযুক্ত ?
#4. শিক্ষালাভের প্রথম উৎস কোনটি ?
#5. একটি শিশুকে সৃজনশীল বলা যায়, যখন তার মধ্যে থাকে
#6. নিচের কোনটি অর্ধসংবৃত স্বরধ্বনির উদাহরণ ?
#7. ব্যঞ্জনবর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী ট-বর্গের বর্ণগুলিকে বলা হয়-
#8. বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা স্বরবর্ণের চাইতে
#9. নীচের কোন বাক্যটিতে গঠনগত ভুল আছে ?
#10. 'প্রাচ্য' শব্দটিকে বিশেষ্য করলে হয়-
#11. Mark correctly the synonyms of the following words: imminent
#12. Mark correctly the synonyms of the following words: barg
#13. Make correctly the antonyms of the following words: Onerous
#14. Mark correctly the part of the sentences which has an error. If the sentences are correct,mark 'iv' (no error)
#15. Mark correctly the part of the sentences which has an error. If the sentences are correct,mark 'iv' (no error)
#16. 361,521 এবং 811 এর গ.সা.গু হল-
#17. 541,1109 এবং 2087 এর ল.সা.গু হল-
#18. ভাগ পদ্ধতিতে আমরা পাই-
#19. 2017 এবং 2027 দুটি সংখ্যা
#20. 1.1 × 1.1 + 2.2 × 2.2 + 3.3 × 3.3 + 4.4 × 4.4 + 2 × 1.1 × 2.2 + 2 × 1.1 × 3.3 + 2 × 1.1 × 4.4 + 2 × 2.2 × 3.3 + 2 × 2.2 × 4.4 + 2 × 3.3 × 4.4
#21. নীচের কোনটি ম্যানগ্রোভ প্রকৃতির গাছ ?
#22. স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন-
#23. ধুলোর কণার গায়ে জলীয় বাষ্প জমে নীচের কোনটি তৈরী করে-
#24. নিম্নে উল্লেখিত রোগগুলির কোনটির চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হল DOT ?
#25. দার্জিলিং-এর জঙ্গলে নীচের কোন প্রাণীটি দেখা যায় ?
Finish
Good
Exlent asist grup of study
আমি আরো প্রেকটিস করতে চাই