ভাষাগত বোধ পরীক্ষণ – বাংলা বিষয় | Language Comprehension
প্রাইমারি টেটের বাংলা বিষয়ের সিলেবাসের একটি অংশ ভাষাগত বোধ পরীক্ষণ। যেটিতে গদ্য, পদ্য বা নাটক অজানা পরিচ্ছেদ হিসাবে দেওয়া থাকে এবং এটির মধ্যে থেকে বোধ পরীক্ষণ, সিদ্ধান্ত, ব্যাকরণ ও শব্দ ব্যবহার সংক্রান্ত প্রশ্নের উত্তর করতে বলা হয়।
আজ আমরা প্রাইমারি টেটের প্রশ্নপত্রের মতো একই ধাঁচে ওই রকম একটি প্রশ্নের সেটের আয়োজন করেছি। যার মাধ্যমে আপনারা সঠিকভাবে পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
নিম্নলিখিত গদ্যাংশটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করুন :
জীবের শত্রু জীব; মনুষ্যের শত্রু মনুষ্য; বাঙালি কৃষকের শত্রু বাঙালি কৃষক ভূ-স্বামী। ব্যাঘ্রাদি বৃহজ্জন্তু ছাগাদি ক্ষুদ্র জন্তুদের ভক্ষণ করে; রহিতাদি বৃহৎ মৎস্য, সফরীদিগকে ভক্ষণ করে, জমিদার নামক বড় মানুষ, কৃষক নামক ছোট মানুষদের ভক্ষণ করে। জমিদার প্রকৃতপক্ষে কৃষকদিগকে ধরিয়া উদরস্থ করেন না বটে, কিন্তু যাহা করেন, তাহা অনেক হৃদয় শোণিত পান করা দয়ার কাজ। কৃষকদিগের অন্যান্য বিষয়ে যেমন দুর্দশা হউক না কেন, এই সর্ব্বরত্ন প্রসবিনী বসুমতী কর্জ্জ করিয়া তাহাদিগের জীবনোপায় যে না হইয়া পারিত, এমত নহে। কিন্তু তাহা হয় না; কৃষককে পেটে খাইলে জমিদার টাকায় রাশির উপর রাশি ঢালিতে পারেন না। সুতরাং তিনি কৃষককে পেটে খাইতে দেন না।
আমাদিগের বিশেষ বক্তব্য এই, আমরা যাহা বলিতেছি, তাহা ‘জমিদার সম্প্রদায়’ সম্বন্ধে বলিতেছি না। যদি কেহ বলেন জমিদার মাত্রেই দুরাত্মা বা অত্যাচারী, তিনি নিতান্ত মিথ্যাবাদী। অনেক জমিদার মহাশয় প্রজাবৎসল, এবং সত্যনিষ্ঠ। সুতরাং তাহাদিগের সম্বন্ধে এই প্রবন্ধে প্রকাশিত কথাগুলি বর্তে না। কতকগুলি জমিদার অত্যাচারী; তাহারা এই প্রবন্ধের আলোচনায় আমরা সংক্ষেপের জন্য একথা আগেই বলিয়া রাখিলাম। যেখানে জমিদার বলিয়াছি বা বলিব, সেইখানে ঐ অত্যাচারী জমিদারগুলিই বুঝাইবে। পাঠক মহাশয় ‘জমিদার সম্প্রদায়’ বুঝিবেন না।
English Comprehension o dile vlo hoi
Good purpose