Tuesday, January 21, 2025
Homeখবরওবিসি সার্টিফিকেট বাতিল | OBC Certificate Canceled

ওবিসি সার্টিফিকেট বাতিল | OBC Certificate Canceled

ওবিসি সার্টিফিকেট বাতিল

ওবিসি সার্টিফিকেট বাতিল | OBC Certificate Canceled

ওবিসি সার্টিফিকেট বাতিল | OBC Certificate Canceled
ওবিসি সার্টিফিকেট বাতিল | OBC Certificate Canceled

২০১০ সালের পর জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। গত ২২শে মে বুধবার কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, ২০১০ সালের পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছে, তা নির্দিষ্ট আইন মেনে হয়নি। তাই সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। সুতরাং এরপর থেকে সেই সার্টিফিকেট কোনো চাকরি তথা অন্য যেকোনো ক্ষেত্রে আর ব্যবহার করতে পারবে না। আর এই বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেটের সংখ্যা প্রায় পাঁচ লক্ষ।

তবে, ২০১০ সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল বিষয়টি এই রকম নয়। ২০১০ এর পরে যে সমস্ত জনগোষ্ঠীগুলি ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে শুধুমাত্র তাদেরই বাতিল। অর্থাৎ, যে সমস্ত জনগোষ্ঠীগুলি ২০১০ সালের আগে ওবিসি তালিকাভুক্ত ছিল, কিন্তু ২০১০ সালের পরে সার্টিফিকেট পেয়েছেন, তাদেরও কোনও রকম অসুবিধা নেই।

এছাড়াও যে সমস্ত জনগোষ্ঠীগুলি ২০১০ সালের পরে ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু চাকরি পেয়ে গেছে বা চাকরির প্রসেসে আছে তাদেরও কোনো রকম অসুবিধা নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts