Saturday, December 21, 2024
Homeপুরস্কারনোবেল পুরস্কার 2023 | Nobel Prize 2023 Winners List in Bengali

নোবেল পুরস্কার 2023 | Nobel Prize 2023 Winners List in Bengali

নোবেল পুরস্কার 2023 বিজয়ীদের তালিকা

নোবেল পুরস্কার ২০২৩ তালিকা PDF | Nobel Prize 2023 Winners List in Bengali PDF

নোবেল পুরস্কার 2023 | Nobel Prize 2023 Winners List in Bengali
নোবেল পুরস্কার 2023 | Nobel Prize 2023 Winners List in Bengali

বিশ্ব দরবারে সবচেয়ে সম্মান জনক পুরস্কার হিসাবে বিবেচিত নোবেল পুরস্কার। সমগ্র বিশ্বের মানবকল্যাণমূলক কর্মকান্ড, গবেষণা ও উদ্ভাবনী বিষয়কেন্দ্রিক কর্মকান্ডের সফলতা স্বরূপ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নোবেল পুরস্কার দিয়ে সম্মানীত করা হয়। সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইলের মর্মানুসারে এই পুরস্কার প্রচলন করা হয়।

  • সাহিত্য
  • অর্থনীতি
  • চিকিৎসা শাস্ত্র
  • পদার্থ বিজ্ঞান
  • রসায়ন বিজ্ঞান
  • শান্তি

এই ছয়টি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করা হয়। অর্থনীতি ছাড়া অন্য বিষয়গুলিতে ১৯০১ সাল থেকে পুরস্কার প্রদান করা শুরু হয়, একমাত্র অর্থনীতিতে পুরস্কার প্রদান শুরু হয়েছে ১৯৬৯ সাল থেকে। উল্লেখ্য নোবেল শান্তি পুরস্কার ব্যতীত সমগ্র ক্ষেত্রগুলিতে সুইডেন থেকে পুরস্কার বিতরণ করা হলেও, একমাত্র নরওয়ে দেশটি থেকে বিশ্ব শান্তির নোবেল পুরস্কার প্রদান করা হয়।

নোবেল পুরস্কার ২০২৩

নোবেল পুরস্কার ২০২৩ বিজয়ীদের নাম, ক্ষেত্র বা বিভাগ এবং কোন কৃতিত্ব বা অবদানের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে ইত্যাদি সমস্ত কিছু নিম্নে উল্লেখ করা হল-

চিকিৎসা বিজ্ঞান

২০২৩ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গারির ক্যাটালিন কারিকো (Katalin Karikó) ও মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রু উইসম্যান (Drew Weissman)। কোভিড-১৯ এর বিরুদ্ধে এমআরএনএ (mRNA) টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তন সংক্রান্ত আবিষ্কারের জন্য তাঁদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

পদার্থ বিজ্ঞান

২০২৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পিয়েরে অ্যাগোস্টিনি (Pierre Agostini), জার্মানির ফেরেঙ্ক ক্রাউস (Ferenc Krausz) ও সুইডেনের অ্যান ল’হুইলিয়ার (Anne L’Huillier)। ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় অ্যাটোসেকেন্ড পালস তৈরির পরীক্ষামূলক পদ্ধতির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

রসায়ন বিজ্ঞান

২০২৩ সালে রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মৌঙ্গি জি বাওয়েন্দি (Moungi G. Bawendi), লুইস ই ব্রুস (Louis E. Brus) ও অ্যালেক্সি আই একিমভ (Alexei I. Ekimov)। কোয়ান্টাম ডটস বা সেমিকন্ডাক্টর ন্যানোক্রিস্টাল কণার আবিষ্কার ও এর সংশ্লেষণ প্রক্রিয়ার বিশ্লেষণের জন্য তাঁদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

সাহিত্য

২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়ের লেখক ও নাট্যকার জন ফসে (Jon Fosse)। তিনি তাঁর উদ্ভাবনী নাটক এবং গদ্যসাহিত্যের মাধ্যমে মানুষের না বলতে পারা কথাগুলোকে ফুটিয়ে তুলেছেন।

শান্তি

২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী (Narges Mohammadi)। ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতা প্রসারের আপোষহীন সংগ্রামের স্বীকৃতি স্বরূপ তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

অর্থনীতি

২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন মার্কিন অধ্যাপক ও অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন (Claudia Goldin)। শ্রমবাজারে নারীদের অবদান সম্পর্কে আমাদের ধারণার উন্নতির জন্য তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

নোবেল পুরস্কার 2023 PDF

File Details :


File Name : Nobel Prize 2023 Winners List
Language : Bengali
No. of Pages : 02
Size : 01 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts