Monday, April 29, 2024
Homeচাকরির খবরমুর্শিদাবাদ আশা কর্মী নিয়োগ 2023

মুর্শিদাবাদ আশা কর্মী নিয়োগ 2023

মুর্শিদাবাদ জেলায় আশা কর্মী নিয়োগ 2023

মুর্শিদাবাদ আশা কর্মী নিয়োগ 2023 | Murshidabad Asha Karmi Recruitment 2023

মুর্শিদাবাদ আশা কর্মী নিয়োগ 2023
মুর্শিদাবাদ আশা কর্মী নিয়োগ 2023

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে ৪৬৭টি পদে আশা কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হল।

রিক্রুটমেন্ট বোর্ডমুর্শিদাবাদ আশা নির্বাচন কমিটি
পদের নামআশা কর্মী
শুন্যপদ৪৬৭টি
আবেদন মাধ্যমঅফলাইন
অফিশিয়াল ওয়েবসাইটmurshidabad.gov.in
পদের নাম :

আশা কর্মী।

ব্লক ভিত্তিক শুন্যপদ :
ব্লকশুন্যপদ
কান্দি১৯টি
সাগরদিঘী২৩টি
রঘুনাথগঞ্জ-২৩৪টি
সামসরগঞ্জ৫৮টি
সুতি-২৪৩টি
সুতি-১১১টি
ফারাক্কা৪১টি
নগদা৬টি
বেলডাঙ্গা-১২৭টি
হরিহর পাড়া১০টি
বহরমপুর৮৬টি
বেলডাঙ্গা-২৭টি
ভরতপুর-২৬টি
ভরতপুর-১৪টি
খড়গ্রাম৮টি
বড়ঞা১১টি
লালগোলা১২টি
জিয়াগঞ্জ৭টি
ভগবানগোলা-১১০টি
ভগবানগোলা-২৩টি
রাণীনগর-২৮টি
রাণীনগর-১৫টি
জলঙ্গি১৯টি
ডোমকল৯টি
মোট৪৬৭টি
শিক্ষাগত যোগ্যতা :

প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা :
  • কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।
  • প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে।
বয়সসীমা :

১লা সেপ্টেম্বর ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে তপশীলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছর।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস :
  • ভোটার কার্ড
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • মাধ্যমিকের মার্কশিট
  • কাস্ট সার্টিফিকেট
  • আইনত ভাবে বিবাহের / বিধবা / আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্নার ক্ষেত্রে স্ব-প্রত্যায়িত নথিপত্র।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু১লা সেপ্টেম্বর ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ২৫শে সেপ্টেম্বর ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
ব্লক ভিত্তিক বিজ্ঞপ্তিক্লিক করুন
আবেদন লিঙ্কক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts