মুর্শিদাবাদ আশা কর্মী নিয়োগ 2023 | Murshidabad Asha Karmi Recruitment 2023
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে ৪৬৭টি পদে আশা কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হল।
রিক্রুটমেন্ট বোর্ড | মুর্শিদাবাদ আশা নির্বাচন কমিটি |
পদের নাম | আশা কর্মী |
শুন্যপদ | ৪৬৭টি |
আবেদন মাধ্যম | অফলাইন |
অফিশিয়াল ওয়েবসাইট | murshidabad.gov.in |
পদের নাম :
আশা কর্মী।
ব্লক ভিত্তিক শুন্যপদ :
ব্লক | শুন্যপদ |
---|---|
কান্দি | ১৯টি |
সাগরদিঘী | ২৩টি |
রঘুনাথগঞ্জ-২ | ৩৪টি |
সামসরগঞ্জ | ৫৮টি |
সুতি-২ | ৪৩টি |
সুতি-১ | ১১টি |
ফারাক্কা | ৪১টি |
নগদা | ৬টি |
বেলডাঙ্গা-১ | ২৭টি |
হরিহর পাড়া | ১০টি |
বহরমপুর | ৮৬টি |
বেলডাঙ্গা-২ | ৭টি |
ভরতপুর-২ | ৬টি |
ভরতপুর-১ | ৪টি |
খড়গ্রাম | ৮টি |
বড়ঞা | ১১টি |
লালগোলা | ১২টি |
জিয়াগঞ্জ | ৭টি |
ভগবানগোলা-১ | ১০টি |
ভগবানগোলা-২ | ৩টি |
রাণীনগর-২ | ৮টি |
রাণীনগর-১ | ৫টি |
জলঙ্গি | ১৯টি |
ডোমকল | ৯টি |
মোট | ৪৬৭টি |
শিক্ষাগত যোগ্যতা :
প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা :
- কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।
- প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
- প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে।
বয়সসীমা :
১লা সেপ্টেম্বর ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে তপশীলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছর।
আবেদন পদ্ধতি :
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
- ভোটার কার্ড
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- মাধ্যমিকের মার্কশিট
- কাস্ট সার্টিফিকেট
- আইনত ভাবে বিবাহের / বিধবা / আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্নার ক্ষেত্রে স্ব-প্রত্যায়িত নথিপত্র।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ১লা সেপ্টেম্বর ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৫শে সেপ্টেম্বর ২০২৩ |
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
ব্লক ভিত্তিক বিজ্ঞপ্তি | ক্লিক করুন |
আবেদন লিঙ্ক | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |