কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2024 | Kolkata Police Data Entry Operator Recruitment 2024
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে কমিশনার অফ কলকাতা পুলিশের তরফে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুন্যপদ, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হলো।
রিক্রুটমেন্ট বোর্ড | কলকাতা পুলিশ |
পদের নাম | ডাটা এন্ট্রি অপারেটর |
শুন্যপদ | ২২৫টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
অফিশিয়াল ওয়েবসাইট | kolkatapolice.gov.in |
পদের নাম :
ডাটা এন্ট্রি অপারেটর।
শুন্যপদ :
এই রিক্রুটমেন্টের মাধ্যমে মোট ২২৫টি শুন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে।
ক্যাটাগরি | শুন্যপদ |
---|---|
UR | ১০০টি |
SC | ৫০টি |
ST | ১৪টি |
OBC-A | ২২টি |
OBC-B | ১৬টি |
EWS | ২৩টি |
মোট | ২২৫টি |
শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে এবং সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা :
আবেদনকারীকে ০১/০৪/১৯৮৪ থেকে ০১/০৪/২০০৬ তারিখের মধ্যে জন্মগ্রহণ করে থাকতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন :
১৬,০০০/- টাকা।
আবেদন মূল্য :
কোনোরকম আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি :
kolkatapolice.gov.in এই ওয়েবসাইটে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ১৫ই মার্চ ২০২৪ |
আবেদন প্রক্রিয়া শেষ | ৪ঠা এপ্রিল ২০২৪ |
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |