June 1st Week 2024 Current Affairs Quiz in Bengali
আজ আপনাদের জন্য রইলো জুন প্রথম সপ্তাহ ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ। যার মাধ্যমে আপনারা সাম্প্রতিককালের ঘটনা সম্পর্কে কতটা অবগত তা নিজেরাই যাচাই করে নিতে পারবেন এবং পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। নীচে দেওয়া কুইজ স্টার্ট বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ নিন।
June 2024 First Week CA Quiz
কুইজ
জুন প্রথম সপ্তাহ ২০২৪
প্রশ্ন সংখ্যা
৩২টি
সময়
৫ মিনিট
QUIZ START
Results
#1. খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় কবে?
#2. বিশ্ব পরিবেশ দিবসের দিন ‘Ek Ped Maa Ke Naam’ ক্যাম্পেইন লঞ্চ করলেন কে?
#3. বায়ু দূষণ মোকাবিলা করার জন্য ১০ হাজার কোটি টাকার প্রোজেক্ট লঞ্চ করছে কোন রাজ্য?
#4. 3rd Indian Analytical Congress অনুষ্ঠিত হলো কোথায়?
#5. KASA নামে জাতীয় মহাকাশ সংস্থা প্রতিষ্ঠা করলো কোন দেশ?
#6. নীল পিঁপড়ের প্রজাতি আবিষ্কৃত হলো কোন রাজ্যে?
#7. সাম্প্রতিক লোক সভা ভোটে কোথায় সবথেকে বেশি ভোট পেল NOTA?
#8. হিন্দি সাহিত্য ভারতী অ্যাওয়ার্ড জিতলেন কে?
#9. দিল্লিতে IATA Annual General Meeting হোস্ট করবে কোন কোম্পানি?
#10. “সারথী সুরক্ষা নীতি” লঞ্চ করলো কোন কোম্পানি?
#11. ২০২৪ লোক সভা নির্বাচনে মোট কত মিলিয়ন ভোটদাতা ভোট দিয়েছেন?