February 2023 1st Week Current Affairs Quiz in Bengali
সুপ্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য রইলো ফেব্রুয়ারি ২০২৩ প্রথম সপ্তাহ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ। যার মাধ্যমে আপনারা সাম্প্রতিককালের ঘটনা সম্পর্কে কতটা অবগত তা নিজেরাই যাচাই করে নিতে পারবেন এবং পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। নীচে দেওয়া কুইজ স্টার্ট বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ নিন।
February 2023 1st Week CA Quiz
কুইজ
ফেব্রুয়ারি ২০২৩ প্রথম সপ্তাহ
প্রশ্ন সংখ্যা
৩৩টি
সময়
১০ মিনিট
QUIZ START
Results
#1. সম্প্রতি অবসর ঘোষণাকারী মুরালি বিজয় কোন খেলার সঙ্গে যুক্ত?
#2. ইন্ডিয়ান এয়ার ফোর্সের নতুন ভাইস চিফ পদে নিযুক্ত হচ্ছেন কে?
#3. Puma India-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
#4. প্রথম G20 Education Working Group meet হোস্ট করবে কোন রাজ্য?
#5. বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে?
#6. কোথাকার সরকারি শিক্ষকদের জন্য ‘Jeevan Vidya Shivir’ আয়োজন করা হলো?
#7. গরীব বোনদের জন্য Ladli Bahna Yojana চালু হবে কোন রাজ্যে?
#8. কোন দেশের পুরুষ হকি টিমের প্রধান কোচ থেকে পদত্যাগ করলেন গ্রাহাম রেড?
#9. 2025 Madrid International Book Fair-এর থিম কান্ট্রি হবে কোনটি?
#10. মেয়েদের জন্য আরোহিনী ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
#11. কোন দেশের থেকে Lifetime Achievement Honour-এ সম্মানিত হলে মনমোহন সিং?
#12. ভারতের ধনী ব্যক্তি হিসাবে গৌতম আদানিকে অতিক্রম করলেন কে?
#13. বাংলাদেশকে ৪.৭ বিলিয়ন ডলার সাপোর্ট প্যাকেজ প্রদান করছে কে?
#14. অনলাইন গেমসে জিতে যাওয়া টাকার উপর কত শতাংশ ট্যাক্স ঘোষণা করলো কেন্দ্র?
#15. বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে?
#16. কোন রাজ্যের ইসলাম নগর গ্রামের নাম পরিবর্তন করে রাখা হলো জগদীশপুর?
#17. সম্প্রতি প্রয়াত কে.বিশ্বনাথ কোন ভাষার ফিল্ম মেকার ছিলেন?
#18. Indian National Car Racing Championship 2023 টাইটেল জিতলেন কোন ড্রাইভার?
#19. কোন দেশে ভারতের পরিবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন প্রশান্ত আগ্রাবাল?
#20. ২ দিন ব্যাপী Military Literature Festival হোস্ট করলো কোন শহর?
#21. Football’s 2027 Asian Cup হোস্ট করবে কোন দেশ?
#22. এশিয়ার প্রথম ভাসমান উৎসব অনুষ্ঠিত হলো কোথায়?
#23. South Asian Under-20 Women’s Football Championship 2023 অনুষ্ঠিত হলো কোথায়?
#24. ভারতের পঞ্চম ন্যানো ইউরিয়া প্লান্ট তৈরি করা হবে কোথায়?
#25. বিশ্বের পপুলার নেতার তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে?
#26. সম্প্রতি প্রয়াত বাণী জয়রাম কে ছিলেন?
#27. পানাজিতে Heli-Tourism Service লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
#28. Khelo India Winter Games 2023 অনুষ্ঠিত হবে কোথায়?
#29. ‘Mero Rukh Mero Santati’ প্রোগ্রাম লঞ্চ করা হলো কোথায়?
#30. সম্প্রতি তৃতীয় বার গ্র্যামী অ্যাওয়ার্ড জিতলেন কোন ভারতীয় সঙ্গীতজ্ঞ?
#31. প্রধানমন্ত্রীর Economic Advisory Council-এর মেম্বার হিসাবে নিযুক্ত হলেন কে?
#32. কোন প্রতিষ্ঠানের সাথে অ্যাস্ট্রনট ট্রেনিং মডিউল তৈরি করবে ISRO?
#33. সম্প্রতি অবসর ঘোষণাকারী Raphael Varane কোন দেশের ফুটবলার?
From midnapore