Wednesday, April 24, 2024
Homeচাকরির খবরইন্দো তিব্বত বর্ডার পুলিশে কনস্টেবল নিয়োগ 2022

ইন্দো তিব্বত বর্ডার পুলিশে কনস্টেবল নিয়োগ 2022

ইন্দো তিব্বত বর্ডার পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২

ইন্দো তিব্বত বর্ডার পুলিশে কনস্টেবল নিয়োগ 2022 | Indo Tibetan Border Police Force Recruitment 2022

ইন্দো তিব্বত বর্ডার পুলিশে কনস্টেবল নিয়োগ 2022
ইন্দো তিব্বত বর্ডার পুলিশে কনস্টেবল নিয়োগ 2022

সুপ্রিয় বন্ধুরা,
ITBP তথা ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স এর তরফ থেকে কনস্টেবল নিয়োগের একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো প্রান্ত থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই নিয়োগে আবেদনের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, বেতন প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিম্নে আলোচনা করা হলো।

পদের নাম

  • কনস্টেবল কার্পেন্টার
  • কনস্টেবল মেসন
  • কনস্টেবল প্লাম্বার

শুন্যপদ

মোট শুন্যপদ ১০৮টি।

Detail of Vacancies

Name of PostVacancies
Carpenter56
Mason31
Plumber21
Total108

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক পাস করতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তরে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

১৮ থেকে ২৩ বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়া সরকারী নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীদের জন্য বয়সের বিশেষ ছাড় আছে।

মাসিক বেতন

২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং কীভাবে আবেদন করবেন তার নির্দেশাবলী অফিশিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে।

আবেদন ফি

UR / OBC / EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা এবং SC / ST / Ex-servicemen প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম টাকা লাগবে না।

নিয়োগ পদ্ধতি

  • Phase:I – PET & PST
  • Phase:II – Written Exam
  • Phase:III – Trade Test
  • Phase:IV – Documents Verification

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু১৯শে আগস্ট ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ১৭ই সেপ্টেম্বর ২০২২

সমস্ত কিছু সম্বন্ধে আরো বিস্তারিতভাবে জানার জন্য নীচ থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল নোটিফিকেশনDownload
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now
টেলিগ্রাম চ্যানেলJoin Now
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts