Saturday, December 7, 2024
Homeচাকরির খবরভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ 2022 | Indian Army Recruitment 2022

ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ 2022 | Indian Army Recruitment 2022

Indian Army TES 48 Recruitment 2022

ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ ২০২২ | Indian Army Technical Entry Scheme – 48 Recruitment 2022

ভারতীয় সেনাহিনীতে নিয়োগ 2022
ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ 2022

সুপ্রিয় বন্ধুরা,
ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনাবাহিনী টেকনিক্যাল এন্ট্রি স্কিমের মাধ্যমে তাদের টেকনিক্যাল ব্রাঞ্চে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি একজন ভারতীয় সেনাবাহিনীর অফিসার হতে চান, তাহলে এটা আপনার কাছে একটি সুবর্ণ সুযোগ।

এই নিয়োগের সবথেকে ভালো ব্যাপার যে, এখানে সিলেকশন হবার পর ইন্ডিয়ান আর্মি আপনাকে B.Tech. ডিগ্রী কোর্স করাবে এবং তার পুরো খরচ বহন করবে। এছাড়াও B.Tech. চলাকালীন প্রত্যেক মাসে আপনাকে ৫৬,১০০ টাকা বেতন দেবে।

এই নিয়োগে শুধুমাত্র অবিবাহিত পুরুষরা আবেদন করতে পারবেন। সুতরাং যারা এই নিয়োগের আবেদনের জন্য আগ্রহী তারা নীচে কিছু সাধারণ বিষয়গুলি সম্পর্কে জেনে নিন এবং অফিশিয়াল নোটিফিকেশনটি সংগ্রহ করে নিন।

শুন্যপদ

৯০টি।

শিক্ষাগত যোগ্যতা

রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও অঙ্কে ৬০% নম্বরসহ উচ্চ মাধ্যমিক পাস এবং JEE (Mains) 2022 পাস করতে হবে।

বয়সসীমা

সাড়ে ১৬ থেকে সাড়ে ১৯ বছরের মধ্যে বয়স হতে হবে।

আবেদন পদ্ধতি

ইন্ডিয়ান আর্মির অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

ট্রেনিং

মোট ৫ বছরের ট্রেনিং দেওয়া হবে। তারমধ্যে ১ বছর থাকবে বেসিক মিলিটারি ট্রেনিং এবং ৪ বছরের টেকনিক্যাল ট্রেনিং।

নিয়োগ পদ্ধতি

  1. JEE (Mains) 2022 Exam Marks
  2. SSB Interview
  3. Medical Test

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু২২শে আগস্ট ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ২১শে সেপ্টেম্বর ২০২২
B.Tech. কোর্স শুরুজানুয়ারি ২০২৩

সমস্ত কিছু সম্বন্ধে আরো বিস্তারিতভাবে জানার জন্য নীচ থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল নোটিফিকেশনDownload
আবেদন করুনClick Here
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now
টেলিগ্রাম চ্যানেলJoin Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts