Saturday, December 21, 2024
Homeচাকরির খবরঅঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ ২০২৩

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ ২০২৩

মাধ্যমিক পাসে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ ২০২৩ | ICDS Anganwadi Recruitment 2023

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ ২০২৩
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ ২০২৩

সুপ্রিয় বন্ধুরা,
মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বিভিন্ন সুসংহত শিশু সেবা প্রকল্পে মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নাগরিক এবং মহিলা হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। নীচে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল।

পদের নাম :

অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা।

শুন্যপদ :

৫০০ এর বেশি।

মাসিক বেতন :
  • অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে ৮,২৫০/- টাকা।
  • অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে ৬,৩০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা :
  • অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে আবেদনকারীকে মাধ্যমিক পাস হতে হবে।
  • অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে।
বয়সসীমা :

১লা জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি :

অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি :

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান :

মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু৯ই ডিসেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ৭ই জানুয়ারি ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
আবেদনের লিঙ্কক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
RELATED ARTICLES

14 COMMENTS

      • আমি ডিভোসি আমার বাবা মা কেউ নাই আমার বয়স 37বছর আমি এম এ পাশ কম্পিউটার ডিটিপি পাশ মে কোন একটা কাজ চাই

  1. মুখ চেনারাই কাজ পায় আর যারা শিক্ষিত যাদের কাজের দরকার তারা পাই না।আর যে সব মেয়েরা অবিবাহিত যাদের আর বিবাহ হবার নয় শারীরিক কারনে সেই সব মেয়েদের কাজ দিলে ভালো হয়।আর বয়স টা বেশি হলেও কোনো যায় আদে না।এই সমস্ত মহিলাদের থাকা বা খাবার কোনো ব্যবস্থা নেই।ভেবে দেখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts