ফুড সাব ইন্সপেক্টর – যোগ্যতা, বেতন, কাজ, পোস্টিং, প্রোমোশন
ফুড সাব ইন্সপেক্টর পদে আবেদনের যোগ্যতা, ফুড সাব ইন্সপেক্টর এর কাজ কি, ফুড সাব ইন্সপেক্টর এর বেতন কত, ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পদ্ধতি, ফুড সাব ইন্সপেক্টরের পোস্টিং, প্রোমোশন ইত্যাদি সমস্ত কিছু আজকের পোস্টে আলোচনা করলাম।
ফুড সাব ইন্সপেক্টর নিয়োগকারী সংস্থা
ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরে ফুড সাব ইন্সপেক্টর অফিসার নিয়োগ করা হয়ে থাকে। এই পরীক্ষাটি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত হয়।
ফুড সাব ইন্সপেক্টরের নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর এই দুই পদ্ধতির মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়ে থাকে।
ফুড সাব ইন্সপেক্টরের শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক পাশ। যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেই এই পদের পরীক্ষার জন্য আবেদন করা যায়।
ফুড সাব ইন্সপেক্টরের বয়সসীমা
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
ফুড সাব ইন্সপেক্টরের বেতন
পে লেভেল ৬ অনুযায়ী ফুড সাব ইন্সপেক্টর অফিসারদের মাসিক বেতন ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত।
ফুড সাব ইন্সপেক্টরের কাজ
খাদ্য বিভাগের যাবতীয় কাজ ফুড সাব ইন্সপেক্টর অফিসারদের করতে হয়। যেমন-
- প্রয়োজন অনুসারে কিষাণ মান্ডিতে কৃষকদের থেকে ধান কেনা, কোনো প্যাকেট জাতীয় খাদ্যের কারখানাগুলিতে খাদ্যের মান যথাযথ রাখা হচ্ছে কিনা তা যাচাই করা।
- নতুন করে রেশন কার্ড ইস্যু করা, নির্দিষ্ট সময় অন্তর অন্তর রেশন কার্ডের বৈধতা চেক করা। অনেক সময় দেখা যায় গ্রাহকরা তাদের পরিবারের মৃত ব্যক্তির নামে রেশন তুলে থাকেন, সেইসব ভুয়ো কার্ডগুলি সঠিক তথ্য প্রমাণ নিয়ে বাতিল করা।
- রেশনের খাদ্যদ্রব্যের মান সংক্রান্ত এবং রেশন দোকানগুলির সাপ্তাহিক রিপোর্ট তৈরি করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে পাঠানো। এছাড়াও নতুন রেশন দোকানের লাইসেন্স প্রদান ও পুরোনো রেশন দোকানের লাইসেন্স বাতিল করা।
ফুড সাব ইন্সপেক্টরের পোস্টিং
ব্লক অফিস, রেশনিং অফিস, রাজ্য সরকারের ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্টের গোডাউন, সেন্ট্রাল প্রকিউরমেন্ট সেন্টার, জেলা হেড কোয়ার্টার, সাব ডিভিশনাল কন্ট্রোলার অফ ফুড এন্ড সাপ্লাই অফিস, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অফ ফুড এন্ড সাপ্লাই অফিস ইত্যাদি দফতরে ফুড সাব ইন্সপেক্টর অফিসারদের পোস্টিং দেওয়া হয়ে থাকে।
ফুড সাব ইন্সপেক্টরের প্রমোশন
সাব ইন্সপেক্টর পদে নিয়োজিত হওয়ার মোটামুটি আট থেকে দশ বছর পর ইন্সপেক্টর পদে প্রমোশন দেওয়া হয়। এরপর মোটামুটি আট থেকে নয় বছর পর চিফ ইন্সপেক্টর পদে প্রমোশন দেওয়া হয়।
Food si a English a sob questions hbe
Bengali & English
Na English Bengali both
Hlo sir I am joined the jod
H.s pass computer knowledge basis
Ami korte chai my phone number,-9609604678