Saturday, December 7, 2024

Food SI 2019 GK Question Answer

Food SI 2019 GK Question Answer PDF Download

ফুড সাব ইনস্পেক্টর প্রশ্ন ও উত্তর | Food SI 2019 GK Question Answer PDF

Food SI 2019 GK Question Answer
Food SI 2019 GK Question Answer

আজ আপনাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ফুড সাব ইন্সপেক্টর ২০১৯ পরীক্ষায় আসা জিকে প্রশ্নের উত্তরগুলি শেয়ার করলাম। সুতরাং ফুড সাব ইন্সপেক্টর ২০১৯ জিকে প্রশ্ন উত্তর গুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

Food SI 2019 GK Question Answer :

প্রশ্ন: ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে –
উত্তর: টেক্সটাইল শিল্পে।

প্রশ্ন: জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত ?
উত্তর: সাধারণ পরিষদ।

প্রশ্ন: পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকারী হওয়ার সাল হল –
উত্তর: ১৯৫১ সাল।

প্রশ্ন: বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হল –
উত্তর: সুয়েজ খাল।

প্রশ্ন: পাবলিক সেক্টরের বিলগ্নীকরণ কে বলা হয় ?
উত্তর: ব্যক্তিগতকরণ।

প্রশ্ন: বিখ্যাত সাঁচি স্তুপ কে নির্মাণ করেন ?
উত্তর: অশোক।

প্রশ্ন: জিরো আওয়ার কি ?
উত্তর: যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপিত হয়।

প্রশ্ন: বিশ্বের বৃহত্তম ফুল কোনটি ?
উত্তর: রাফলেশিয়া।

প্রশ্ন: বায়ুমন্ডলে উপস্থিত নিষ্ক্রিয় গ্যাস হল –
উত্তর: আর্গন।

প্রশ্ন: কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় –
উত্তর: চুনাপাথর।

প্রশ্ন: সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী ?
উত্তর: সংযোজন।

প্রশ্ন: সূর্যগ্রহণ ঘটে যখন –
উত্তর: চাঁদ, সূর্য পৃথিবীর মাঝে আসে।

প্রশ্ন: কোন ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের সাথে নির্গত হয় ?
উত্তর: ভিটামিন সি।

প্রশ্ন: দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়। এই পক্রিয়া জড়িত থাকে ?
উত্তর: আস্রবণ।

প্রশ্ন: কোন বিজ্ঞানী ‘এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম’ নামে একটি বই লিখেছেন ?
উত্তর: স্টিফেন হকিং।

প্রশ্ন: শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয় ?
উত্তর: বিজ্ঞান ও প্রযুক্তি।

প্রশ্ন: ঘুমার কোন রাজ্যের নৃত্য ?
উত্তর: রাজস্থানের।

প্রশ্ন: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হল একটি –
উত্তর: মানবাধিকার গ্রুপ।

প্রশ্ন: কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত ?
উত্তর: নয়াদিল্লি।

প্রশ্ন: ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ –
উত্তর: এটি পৃথিবীপৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়।

প্রশ্ন: পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তর: সাহিত্য ও সাংবাদিকতা।

প্রশ্ন: দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস (উত্তরায়ণ) ঘটে –
উত্তর: ২২শে ডিসেম্বর।

প্রশ্ন: সবচেয়ে নমনীয় ধাতু কোনটি ?
উত্তর: সোনা।

প্রশ্ন: ‘কংগ্রেস’ শব্দটি প্রাপ্ত হয়েছিল-
উত্তর: উত্তর আমেরিকার ইতিহাস থেকে।

প্রশ্ন: ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন ?
উত্তর: খান আব্দুল গাফফর খান।

প্রশ্ন: ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দেমাতরম গান গাওয়া হয়েছিল –
উত্তর: ১৮৯৬ সালে।

প্রশ্ন: মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন –
উত্তর: বাচেন্দ্রী পাল।

প্রশ্ন: ‘মাই লাইফ’ কার আত্মজীবনী ?
উত্তর: বিল ক্লিনটন।

প্রশ্ন: প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল –
উত্তর: মে, ১৯৬৮ সালে।

প্রশ্ন: প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাঙ্ক –
উত্তর: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।

প্রশ্ন: ‘সুফি’ শব্দটি এসেছে –
উত্তর: একধরনের পোশাক থেকে।

প্রশ্ন: কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেন ?
উত্তর: ইন্দো-গ্রীক।

প্রশ্ন: কোন ধারা ভারতের বাকি অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে ?
উত্তর: ধারা ৩৭০।

প্রশ্ন: বিখ্যাত অঙ্কন বা ছবি ‘সত্যম শিবম সুন্দরম’ তৈরি করেছেন –
উত্তর: সিভনন্দন নাতিয়াল।

প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন ?
উত্তর: সর্দার বল্লভ ভাই প্যাটেল।

প্রশ্ন: ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি ?
উত্তর: এআইটিইউসি।

প্রশ্ন: কাদের দ্বারা লোকসভার স্পীকার নির্বাচিত হয় ?
উত্তর: লোকসভার সমস্ত সদস্য দ্বারা।

প্রশ্ন: সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন –
উত্তর: রাষ্ট্রপতি বা তাঁর নিযুক্ত কোন ব্যক্তি।

Food SI 2019 GK Question Answer PDF

File Details :


File Name : Food SI 2019 GK Question Answer
Language : Bengali
No. of Pages : 02
Size : 01 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts