Monday, September 9, 2024
Homeচাকরির খবরবিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022

বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022

বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022

বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022 | Department of Power Government of West Bengal Recruitment 2022

বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022
বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022

সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন বিভাগের তরফ থেকে তাদের দপ্তরে কর্মী নিয়োগের একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো প্রান্ত থেকে এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

এই নিয়োগে আবেদনের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বেতন প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিম্নে আলোচনা করা হলো।

পদের নাম

  • Software Developer
  • Software Support Personnel

শুন্যপদ

  • Software Developer – 01
  • Software Support Personnel – 04

শিক্ষাগত যোগ্যতা

  • Software Developer – এর ক্ষেত্রে CCNA থেকে IT / Computer Science এ ফার্স্ট ক্লাসে MCA / MSC / BE / B.Tech কোর্স পাশ করা থাকতে হবে এবং সফটওয়্যার ডিজাইনিং, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন ও এমপ্লয়মেন্ট সাপোর্টের অভিজ্ঞতা থাকতে হবে।
  • Software Support Personnel – এর ক্ষেত্রে PGDCA / B.SC (Computer Science) / BCA / DOEACC -তে তিন বছরের A লেভেল কোর্স থাকতে হবে এবং ইনস্টলেশন, মেনটেনেন্স, এপ্লিকেশন সফটওয়্যার ও এমপ্লয়মেন্ট সাপোর্টের অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন

  • Software Developer – 25,000 টাকা।
  • Software Support Personnel – 16,000 টাকা।

আবেদন পদ্ধতি

ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রটি ডাউনলোড করে, প্রিন্ট আউট করার পর সেটা সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস যোগ করে [email protected] ইমেল করতে হবে।

আবেদনের শেষ তারিখ

15 সেপ্টেম্বর মঙ্গলবার 2022

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচ থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল নোটিফিকেশন ও আবেদনপত্রDownload
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now
টেলিগ্রাম চ্যানেলJoin Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts