Monday, September 9, 2024
Homeচাকরির খবরসিআরপিএফ কনস্টেবল নিয়োগ 2023 | CRPF Constable Recruitment 2023

সিআরপিএফ কনস্টেবল নিয়োগ 2023 | CRPF Constable Recruitment 2023

CRPF Constable Recruitment 2023 Notification

সিআরপিএফ কনস্টেবল নিয়োগ 2023 | CRPF Constable Recruitment 2023

সিআরপিএফ কনস্টেবল নিয়োগ 2023
সিআরপিএফ কনস্টেবল নিয়োগ 2023

সুপ্রিয় বন্ধুরা,
সিআরপিএফ তথা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে কনস্টেবল (ট্রেডসম্যান / টেকনিক্যাল) নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে-মেয়ে উভয়ই এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম :

কনস্টেবল (ট্রেডসম্যান / টেকনিক্যাল)।

শুন্যপদ :

৯,২১২টি (ছেলে- ৯১০৫ ও মেয়ে- ১০৭)।

মাসিক বেতন :

২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা :

আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে।

বয়সসীমা :

১লা আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি :
  • Computer Based Test
  • Physical Standard Test (PST)
  • Physical Efficiency Test (PET)
  • Trade Test
  • Document Verification
  • Medical Examination
আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য :

General / EWS / OBC প্রার্থীদের ১০০/- টাকা। SC / ST / Female / Ex-serviceman প্রার্থীদের কোনো রকম টাকা লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু২৭শে মার্চ ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ২৪শে এপ্রিল ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts