Thursday, December 26, 2024
Homeচাকরির খবরকমিউনিটি হেলথ অফিসার নিয়োগ 2023

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ 2023

১৫০০টি শূন্যপদে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ

রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ 2023

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ 2023
কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ 2023

পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হলো।

রিক্রুটমেন্ট বোর্ডপশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি
পদের নামকমিউনিটি হেলথ অফিসার
শুন্যপদ১৫০০টি
আবেদন মাধ্যমঅনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটwbhealth.gov.in
পদের নাম :

কমিউনিটি হেলথ অফিসার।

শুন্যপদ :
ক্যাটাগরিশুন্যপদ
জেনারেল৭৮০টি
এসসি৩৩০টি
এসটি৯০টি
ওবিসি (এ)১৫০টি
ওবিসি (বি)১০৫টি
প্রতিবন্ধী৪৫টি
শিক্ষাগত যোগ্যতা :

ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বি.এসসি নার্সিং এবং CPCH কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং বাংলা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।

বয়সসীমা :

আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন :

২০,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য :
প্রার্থীমূল্য
সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থী৫০/- টাকা
অন্যান্য প্রার্থী১০০/- টাকা
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু৯ই আগস্ট ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ২০শে আগস্ট ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটভিজিট করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts