Thursday, November 21, 2024
Homeস্ট্যাটিক জিকেভারতের শাস্ত্রীয় ভাষা | Classical Languages of India

ভারতের শাস্ত্রীয় ভাষা | Classical Languages of India

ভারতের শাস্ত্রীয় ভাষা তালিকা PDF

ভারতের শাস্ত্রীয় ভাষা PDF | ভারতের ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজ | Classical Languages of India in Bengali PDF

ভারতের শাস্ত্রীয় ভাষা | Classical Languages of India
ভারতের শাস্ত্রীয় ভাষা

সুপ্রিয় বন্ধুরা,
সাম্প্রতিক বিভিন্ন চাকরির পরীক্ষায় ভারতের ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজ বা শাস্ত্রীয় ভাষা থেকে প্রশ্ন আসতে দেখা যাচ্ছে, তাই আজকের পোস্টে ভারতের ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজ তালিকা বা ভারতের শাস্ত্রীয় ভাষা তালিকা -টি শেয়ার করলাম।

যেটিতে ভারতে ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজ বা শাস্ত্রীয় ভাষার মর্যাদা প্রাপ্ত ভাষাগুলির নাম সাল অনুযায়ী দেওয়া আছে। সুতরাং সময় অপচয় না করে পোস্টটি দেখে নিন এবং প্রয়োজনে নিচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

ভারতের শাস্ত্রীয় ভাষা

বর্তমানে ভারতে মোট ছয়টি ভাষা ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজ বা শাস্ত্রীয় ভাষা বা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। ভাষাগুলি হল – তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়লম ও ওড়িয়া। নিম্নে সাল অনুযায়ী শাস্ত্রীয় ভাষা বা ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজের তালিকা দেওয়া হল –

ভারতের শাস্ত্রীয় ভাষা তালিকা
ভাষামর্যাদা সাল
তামিল২০০৪
সংস্কৃত২০০৫
তেলেগু২০০৮
কন্নড়২০০৮
মালায়ালম২০১৩
ওড়িয়া২০১৪
ভারতের শাস্ত্রীয় ভাষা PDF

File Details :


File Name : Classical Languages of India
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.4 MB

Important Questions :

ভারতের শাস্ত্রীয় বা ধ্রুপদী ভাষা এই টপিকটি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেসকল প্রশ্নগুলি বারবার আসতে দেখা যায়, সেগুলি নীচে দেওয়া হল –

ভারতের মোট কটি ভাষা শাস্ত্রীয় ভাষার মর্যাদা পেয়েছে ?
Ans: ছয়টি।

২০০৪ সালে কোন ভাষা শাস্ত্রীয় ভাষার মর্যাদা পেয়েছে ?
Ans: তামিল।

সর্বপ্রথম কোন ভাষা শাস্ত্রীয় ভাষা বা ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজ এর মর্যাদা পেয়েছে ?
Ans: তামিল।

২০০৫ সালে কোন ভাষা শাস্ত্রীয় ভাষার মর্যাদা পেয়েছে ?
Ans: সংস্কৃত।

২০০৮ সালে কোন কোন ভাষা শাস্ত্রীয় ভাষার মর্যাদা পেয়েছে ?
Ans: তেলেগু ও কন্নড়।

২০১৩ সালে কোন ভাষা শাস্ত্রীয় ভাষার মর্যাদা পেয়েছে ?
Ans: মালায়ালম।

২০১৪ সালে কোন ভাষা শাস্ত্রীয় ভাষার মর্যাদা পেয়েছে ?
Ans: ওড়িয়া।

শাস্ত্রীয় ভাষার মর্যাদা প্রাপ্ত সর্বশেষ ভাষা কোনটি ?
Ans: ওড়িয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts