Friday, April 26, 2024
Homeশিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্বশিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF | Child Development Questions and Answers in Bengali | Part-02

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF
শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজ শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF টি আপনাদের প্রদান করলাম। যেটির মধ্যে শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব বিষয়টি থেকে বাছাই করা কতকগুলি প্রশ্নোত্তর দেওয়া আছে। এই প্রশ্নোত্তরগুলি আপনাদের টেট, সিটেট ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর :

প্রশ্ন: “জয়ের আনন্দই খেলার শ্রেষ্ঠ আকর্ষণ”- কার উক্তি ?
উত্তর: উড ওয়ার্ড।

প্রশ্ন: একটি অত্যন্ত শক্তিশালী গণমাধ্যম কি ?
উত্তর: দূরদর্শন।

প্রশ্ন: শিশুর চাহিদাকে ক’টি শ্রেণীতে ভাগ করা যায় ?
উত্তর: তিনটি শ্রেণীতে।

প্রশ্ন: থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বে শিক্ষনের মুখ্য সূত্র কয়টি ?
উত্তর: ৩টি।

প্রশ্ন: গিলফোর্ড এর মতে বুদ্ধি কয়টি উপাদান দ্বারা তৈরি ?
উত্তর: ১৫০টি।

প্রশ্ন: স্কিনার ও প্যাভলভ কোন ধারণার ক্ষেত্রে সহমত হয়েছেন ?
উত্তর: ফলপ্রাপ্তির সাধারণীকরণ।

প্রশ্ন: যথাযথ শ্রেণীকক্ষের আয়তন কে নির্ধারণ করে থাকে ?
উত্তর: বিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রশ্ন: শিক্ষককে বাগানের মালির সাথে কে তুলনা করেছেন ?
উত্তর: ফ্রয়বেল।

প্রশ্ন: সাধারণত কত বছর বয়স থেকে প্রাথমিক শিক্ষা শুরু হয় ?
উত্তর: ৬ বছর বয়স।

প্রশ্ন: ‘মনস্তত্ত্ব হল জীবন প্রাণীর ব্যবহারের সদর্থক বিজ্ঞান’- এই উক্তি কার ?
উত্তর: ওয়াটসন।

প্রশ্ন: কে বলেছেন প্রকৃতির কাছে ফিরে যাও ?
উত্তর: রুশো।

প্রশ্ন: হিন্দুশাস্ত্রের কোন গ্রন্থের মতবাদকে রবীন্দ্রনাথ তাঁর শিশু শিক্ষায় গ্রহণ করেছিলেন ?
উত্তর: উপনিষদ।

প্রশ্ন: “সর্বশিক্ষা অভিযান”- কী ধরনের কর্মসূচি ?
উত্তর: সমাজ ভিত্তিক কর্মসূচি।

প্রশ্ন: শিক্ষায় kid বা উপহারের প্রবর্তন করেছিলেন ?
উত্তর: ফ্রয়বেল।

প্রশ্ন: শিশু নিকেতন কে স্থাপন করেন ?
উত্তর: মন্তেসরি।

প্রশ্ন: ‘গ্রামীণ ব্যবহারিক স্বাক্ষরতা কর্মসূচি’- কবে গৃহীত হয় ?
উত্তর: ১৯৮৬ সালে।

প্রশ্ন: মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে কে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলে ?
উত্তর: জোয়ান হাবার্ট।

প্রশ্ন: প্রাক প্রাথমিক শিক্ষার কথা প্রথম কে বলেন ?
উত্তর: প্লেটো।

প্রশ্ন: কে বিদ্যাসাগরকে বাঙালির প্রথম শিক্ষাগুরু বলেছিলেন ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: কে প্রথম বুদ্ধির অভীক্ষা করেছিলেন ?
উত্তর: আলফ্রেড বিনে ডঃ সাইমন।

প্রশ্ন: বাংলা ভাষায় প্রথম পাঠ্যপুস্তক কে রচনা করেন ?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্রশ্ন: শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে আদর্শ সম্পর্ক কেমন হওয়া উচিত ?
উত্তর: পিতাপুত্র বা বন্ধুত্বপূর্ণ।

প্রশ্ন: প্রাথমিক শিক্ষার মাধ্যম কোন ভাষায় হওয়া উচিত ?
উত্তর: মাতৃভাষায়।

প্রশ্ন: শিক্ষাব্যবস্থায় প্রকল্প পদ্ধতি কে আবিষ্কার করেন ?
উত্তর: হ্যাডকিল প্যাট্রিক।

প্রশ্ন: ভারতে ব্রেইল ছাপাখানা কোথায় আছে ?
উত্তর: দেরাদুনে।

প্রশ্ন: ব্রেইল পদ্ধতি মূলত কোন জাতীয় ?
উত্তর: স্পর্শমূলক।

প্রশ্ন: প্রাথমিক শিক্ষা কত বয়স অবধি শিক্ষার্থীদের দেওয়া হয় ?
উত্তর: ১২ বছর।

প্রশ্ন: মন্তেসরি স্কুলে শিক্ষাদানের প্রধান হাতিয়ার কী ?
উত্তর: খেলা ও সংগীত চর্চা।

প্রশ্ন: কাকে কিন্ডার গার্টেনের প্রবর্তক বলা হয় ?
উত্তর: ফ্রয়বেল।

প্রশ্ন: আধুনিক শিক্ষা ব্যবস্থায় কাকে বন্ধু, দার্শনিক ও পথ প্রদর্শক বলা হয় ?
উত্তর: শিক্ষককে।

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF

File Details :


File Name : Child Development Questions and Answers 02
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.5 MB

Also Check :
RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts