Tuesday, December 3, 2024
Homeশিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্বশিশুশিক্ষা পেডাগজি MCQ PDF | Child Development & Pedagogy

শিশুশিক্ষা পেডাগজি MCQ PDF | Child Development & Pedagogy

প্রাইমারি টেট স্পেশাল শিশু বিকাশ ও পেডাগজি প্রশ্ন উত্তর

Child Development & Pedagogy MCQ for Primary TET

শিশুশিক্ষা পেডাগজি
শিশুশিক্ষা পেডাগজি

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের শিশুশিক্ষা পেডাগজি MCQ PDF টি প্রদান করলাম। যেটিতে শিশুশিক্ষা পেডাগজি বা শিশুশিক্ষা শিক্ষণ বিজ্ঞান বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ কতকগুলি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আমরা আশা রাখছি এই প্রশ্নগুলি আপনাদের প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

Child Development & Pedagogy MCQ

শিখন হল একটি –
ক. জীবনব্যাপি প্রক্রিয়া
খ. স্থিতিশীল প্রক্রিয়া
গ. কোনো কিছুর প্রয়োগের প্রক্রিয়া
ঘ. কোনটিই নয়


ভালো শিখনের জন্য নীচের কোন বিষয়টি শিশুর অভ্যাসের সাথে যুক্ত –
ক. অল্প বয়স থেকে শিখন শুরু
খ. উপযুক্ত অনুশীলন
গ. সঠিক মনোযোগ
ঘ. উপরের সবকটি


‘পরিবার’ হল শিক্ষা অর্জনের –
ক. প্রথাগত সংস্থা
খ. প্রথাবহির্ভূত সংস্থা
গ. কোনো সংস্থাই নয়
ঘ. উপরের কোনটাই নয়


সহযোগিতার চাহিদা একটি –
ক. দৈহিক চাহিদা
খ. মানসিক চাহিদা
গ. প্রাক্ষোভিক চাহিদা
ঘ. সামাজিক চাহিদা


মনোবিদ ভেস্কলারের মতে মানুষের বুদ্ধির বিকাশ সম্পূর্ণ হয় –
ক. ১০ বছর বয়সে
খ. ১৫ বছর বয়সে
গ. ২০ বছর বয়সে
ঘ. ৩০ বছর বয়সে


ব্যক্তিত্বের অসামঞ্জস্যতা কোন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা করা যেতে পারে –
ক. নির্মিত পরীক্ষা
খ. পেপার পেনসিল
গ. ব্যক্তিত্বের বিশ্লেষণ
ঘ. মনঃ বিশ্লেষণ


মনোবিদ্যার বিষয়বস্তু হল বিভিন্ন ধরনের –
ক. মানসিক প্রক্রিয়া
খ. সামাজিক প্রক্রিয়া
গ. নৈতিক প্রক্রিয়া
ঘ. ধর্মীয় প্রক্রিয়া


শিক্ষার কি পূরণে মনোবিদ্যার যথেষ্ট প্রভাব আছে –
ক. লক্ষ্য পূরণে
খ. উদ্দেশ্য পূরণে
গ. প্রকটতা পূরণে
ঘ. বিদেহ পূরণে


দেড় বছর বয়স থেকে আড়াই বছর বয়সকালকে বলা হয় –
ক. শৈশব স্তর
খ. কৈশোর স্তর
গ. প্রান্তীয় শৈশব স্তর
ঘ. যৌবন স্তর


কোলার কার উপর পরীক্ষা করেছিলেন –
ক. কুকুর
খ. বিড়াল
গ. চড়ুই
ঘ. শিম্পাজি


কোন ঘটনার যুক্তিহীন ভীতি যে নামে পরিচিত –
ক. উৎকণ্ঠা
খ. চাপ সৃষ্টিকারী
গ. আতঙ্ক
ঘ. অন্ধ বিশ্বাস


বুদ্ধিদীপ্ত আচরণের জন্য শিখন হল –
ক. পরিবর্তন
খ. সৃষ্টি
গ. নতুন কিছুর উদ্ভাবন
ঘ. আকাঙ্ক্ষা


পুরস্কার ও তিরস্কারের উৎস হল –
ক. অন্তর্নিহিত অভিপ্রায়
খ. ভিন্নজাতীয় অভিপ্রায়
গ. উপরের দুটিই
ঘ. ভাষাগত অভিপ্রায়


মনোযোগের একটি বস্তুগত নির্ধারণ হল –
ক. পুরস্কার
খ. তিরস্কার
গ. অভিনবত্ব
ঘ. উৎসাহ


সংবেদন থেকে উৎপত্তি লাভ করে –
ক. জ্ঞানেন্দ্রিয়
খ. দর্শনেন্দ্রিয়
গ. কর্মেন্দ্রিয়
ঘ. স্পর্শেন্দ্রিয়


নীচের কোনটি চালনাশক্তির উপাদান –
ক. চাহিদা
খ. উদ্দীপনা
গ. অবসাদ
ঘ. আচরণ


দূরের দৃষ্টির ত্রুটিকে বলে –
ক. মায়োপিয়া
খ. পাপিয়া
গ. প্রিয়া
ঘ. কোনটিই নয়


চিন্তনের অতি প্রয়োজনীয় উপাদান –
ক. ধারণা
খ. জ্ঞান
গ. সংবেদন
ঘ. প্রত্যক্ষণ


প্রত্যক্ষণ কীসের অর্থবোধ –
ক. ধারণার
খ. সংবেদনের
গ. উদ্দীপনার
ঘ. সাড়ার


শিক্ষণ প্রক্রিয়ার মূল ভূমিকা হল –
ক. শিক্ষক নিয়ন্ত্রণ
খ. শিক্ষার্থী নিয়ন্ত্রণ
গ. শিক্ষক-শিক্ষার্থী নিয়ন্ত্রণ
ঘ. উপরিউক্ত সবগুলি


শিশুশিক্ষা পেডাগজি PDF

File Details :


File Name : Child Development & Pedagogy MCQ
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.5 MB

Also Check :
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts