Child Development & Pedagogy MCQ for Primary TET
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের শিশুশিক্ষা পেডাগজি MCQ PDF টি প্রদান করলাম। যেটিতে শিশুশিক্ষা পেডাগজি বা শিশুশিক্ষা শিক্ষণ বিজ্ঞান বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ কতকগুলি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আমরা আশা রাখছি এই প্রশ্নগুলি আপনাদের প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
Child Development & Pedagogy MCQ
■ শিখন হল একটি –
ক. জীবনব্যাপি প্রক্রিয়া
খ. স্থিতিশীল প্রক্রিয়া
গ. কোনো কিছুর প্রয়োগের প্রক্রিয়া
ঘ. কোনটিই নয়
■ ভালো শিখনের জন্য নীচের কোন বিষয়টি শিশুর অভ্যাসের সাথে যুক্ত –
ক. অল্প বয়স থেকে শিখন শুরু
খ. উপযুক্ত অনুশীলন
গ. সঠিক মনোযোগ
ঘ. উপরের সবকটি
■ ‘পরিবার’ হল শিক্ষা অর্জনের –
ক. প্রথাগত সংস্থা
খ. প্রথাবহির্ভূত সংস্থা
গ. কোনো সংস্থাই নয়
ঘ. উপরের কোনটাই নয়
■ সহযোগিতার চাহিদা একটি –
ক. দৈহিক চাহিদা
খ. মানসিক চাহিদা
গ. প্রাক্ষোভিক চাহিদা
ঘ. সামাজিক চাহিদা
■ মনোবিদ ভেস্কলারের মতে মানুষের বুদ্ধির বিকাশ সম্পূর্ণ হয় –
ক. ১০ বছর বয়সে
খ. ১৫ বছর বয়সে
গ. ২০ বছর বয়সে
ঘ. ৩০ বছর বয়সে
■ ব্যক্তিত্বের অসামঞ্জস্যতা কোন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা করা যেতে পারে –
ক. নির্মিত পরীক্ষা
খ. পেপার পেনসিল
গ. ব্যক্তিত্বের বিশ্লেষণ
ঘ. মনঃ বিশ্লেষণ
■ মনোবিদ্যার বিষয়বস্তু হল বিভিন্ন ধরনের –
ক. মানসিক প্রক্রিয়া
খ. সামাজিক প্রক্রিয়া
গ. নৈতিক প্রক্রিয়া
ঘ. ধর্মীয় প্রক্রিয়া
■ শিক্ষার কি পূরণে মনোবিদ্যার যথেষ্ট প্রভাব আছে –
ক. লক্ষ্য পূরণে
খ. উদ্দেশ্য পূরণে
গ. প্রকটতা পূরণে
ঘ. বিদেহ পূরণে
■ দেড় বছর বয়স থেকে আড়াই বছর বয়সকালকে বলা হয় –
ক. শৈশব স্তর
খ. কৈশোর স্তর
গ. প্রান্তীয় শৈশব স্তর
ঘ. যৌবন স্তর
■ কোলার কার উপর পরীক্ষা করেছিলেন –
ক. কুকুর
খ. বিড়াল
গ. চড়ুই
ঘ. শিম্পাজি
■ কোন ঘটনার যুক্তিহীন ভীতি যে নামে পরিচিত –
ক. উৎকণ্ঠা
খ. চাপ সৃষ্টিকারী
গ. আতঙ্ক
ঘ. অন্ধ বিশ্বাস
■ বুদ্ধিদীপ্ত আচরণের জন্য শিখন হল –
ক. পরিবর্তন
খ. সৃষ্টি
গ. নতুন কিছুর উদ্ভাবন
ঘ. আকাঙ্ক্ষা
■ পুরস্কার ও তিরস্কারের উৎস হল –
ক. অন্তর্নিহিত অভিপ্রায়
খ. ভিন্নজাতীয় অভিপ্রায়
গ. উপরের দুটিই
ঘ. ভাষাগত অভিপ্রায়
■ মনোযোগের একটি বস্তুগত নির্ধারণ হল –
ক. পুরস্কার
খ. তিরস্কার
গ. অভিনবত্ব
ঘ. উৎসাহ
■ সংবেদন থেকে উৎপত্তি লাভ করে –
ক. জ্ঞানেন্দ্রিয়
খ. দর্শনেন্দ্রিয়
গ. কর্মেন্দ্রিয়
ঘ. স্পর্শেন্দ্রিয়
■ নীচের কোনটি চালনাশক্তির উপাদান –
ক. চাহিদা
খ. উদ্দীপনা
গ. অবসাদ
ঘ. আচরণ
■ দূরের দৃষ্টির ত্রুটিকে বলে –
ক. মায়োপিয়া
খ. পাপিয়া
গ. প্রিয়া
ঘ. কোনটিই নয়
■ চিন্তনের অতি প্রয়োজনীয় উপাদান –
ক. ধারণা
খ. জ্ঞান
গ. সংবেদন
ঘ. প্রত্যক্ষণ
■ প্রত্যক্ষণ কীসের অর্থবোধ –
ক. ধারণার
খ. সংবেদনের
গ. উদ্দীপনার
ঘ. সাড়ার
■ শিক্ষণ প্রক্রিয়ার মূল ভূমিকা হল –
ক. শিক্ষক নিয়ন্ত্রণ
খ. শিক্ষার্থী নিয়ন্ত্রণ
গ. শিক্ষক-শিক্ষার্থী নিয়ন্ত্রণ
ঘ. উপরিউক্ত সবগুলি
শিশুশিক্ষা পেডাগজি PDF
File Details :
File Name : Child Development & Pedagogy MCQ
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.5 MB
WB TET PRIMARY EXAM