Saturday, November 2, 2024
Homeচাকরির খবরবিএসএফ হেড কনস্টেবল নিয়োগ 2022 | যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি

বিএসএফ হেড কনস্টেবল নিয়োগ 2022 | যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি

বর্ডার সিকিউরিটি ফোর্সে হেড কনস্টেবল নিয়োগ

বিএসএফ হেড কনস্টেবল নিয়োগ 2022 | BSF Head Constable Recruitment 2022

বিএসএফ হেড কনস্টেবল নিয়োগ 2022
বিএসএফ হেড কনস্টেবল নিয়োগ 2022

সুপ্রিয় বন্ধুরা,
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে কেন্দ্র সরকারের বিএসএফ তথা বর্ডার সিকিউরিটি ফোর্সে হেড কনস্টেবল নিয়োগের একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই নিয়োগে আবেদনের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, শারীরিক পরিমাপ এবং নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, বেতন প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেওয়া হলো।

পদের নাম

  • হেড কনস্টেবল (রেডিও অপারেটর)
  • হেড কনস্টেবল (রেডিও মেকানিক)

শুন্যপদ

  • হেড কনস্টেবল (রেডিও অপারেটর) – ৯৮২টি।
  • হেড কনস্টেবল (রেডিও মেকানিক) – ৩৩০টি।

যোগ্যতা

  • যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে এবং রেডিও ও টেলিভিশন অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অথবা ডাটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার অথবা জেনারেল ইলেকট্রনিক্স অথবা ডাটা এন্ট্রি অপারেটরে IIT থেকে করা দুই বছরের কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
  • অথবা ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথে ৬০% নম্বরসহ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।

বয়সসীমা

  • General প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে।
  • OBC প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৮ বছর।
  • SC & ST প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছর।

শারীরিক পরিমাপ

  • উচ্চতা – পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ১৬৮ সেমি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ১৫৭ সেমি।
  • ছাতি – পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৮০ সেমি।

বেতন

মাসিক বেতন ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি

বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি

  • 1st Phase: Written Test
  • 2nd Phase: PST/PET & Documentation
  • 3rd Phase: Medical Test

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু২০শে আগস্ট ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ১৯শে সেপ্টেম্বর ২০২২
পরীক্ষার তারিখ২০শে নভেম্বর ২০২২

সমস্ত কিছু সম্বন্ধে আরো বিস্তারিতভাবে জানার জন্য নীচ থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল নোটিফিকেশনDownload
আবেদন করুনClick Here
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now
টেলিগ্রাম চ্যানেলJoin Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts