Bengali Reading Comprehension Passages Test | Part-03
সুপ্রিয় বন্ধুরা,
আজও আপনাদের সঙ্গে একটি বাংলা বোধ পরীক্ষণ শেয়ার করলাম। যেটি প্র্যাকটিসের মাধ্যমে আপনারা আপনাদের পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করে তুলতে পারবেন। সুতরাং সময় অপচয় না করে নীচে দেওয়া অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলির উত্তর দিন।
গাঁয়ের রাজু মিঠাইওয়ালা ছিল এক নম্বরের ঠগ আর জোচ্চোর। লোক ঠকানোই ছিল তার ব্যবসা। পয়সা নেবে বেশি, আর জিনিস দেবে কম আর বাসি। গাঁয়ে আর মিঠাইয়ের দোকান ছিল না বলে সকলে বাধ্য হয়েই রাজুর দোকান থেকেই জিনিস কিনত।
রাজুকে দেখলে বোঝবার জো নেই সে কোনও ছলচাতুরী জানে। কপালে চন্দনের ফোঁটা, গলায় তুলসীর মালা। আর তার মালা জপার বহর দেখলে মনে হয় সে যেন পাপীদের উদ্ধার করবার জন্যই পৃথিবীতে এসেছে।
লোক ঠকিয়ে রাজু পয়সাও করেছে অনেক। গরিব লোককে সে টাকা ধার দেয় বটে, কিন্তু সময়মতো সুদ না পেলে তাদের সঙ্গে এমন ব্যবহার করে যাতে মনে হয়, তার মতো কসাই আর ভূ-ভারতে দু’টি নেই।
পাড়ার ছেলেরা রাজুকে দেখলে ছড়া কাটে –
রাজু গোঁসাই
আস্ত কসাই।
রাজু ওসব কথায় কোনওদিনই কান দেয় না। মুখে সে ভারি মিষ্টিভাষী। মিষ্টি কথা না-বললে লোকে তার দোকানে আসবে কেন ? ব্যবসা তো তাকে চালাতে হবে।
পাশের গাঁয়ের হরিপদ খুব তুখোড় ছেলে। গায়ে তার যেমন বল, দৌড়ানোতেও সে ঠিক তেমনি পাকা। একবার শহরে একটা দৌড়ের প্রতিযোগিতা হয়েছিল। তাতে প্রথম হয়ে মেডেল পেয়েছিল এই হরিপদ।
Nice .
Awesome
Please show the result
Very nice