Bengali Language Reading Comprehension Test Part-05 | Primary TET
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে একটি বাংলা বোধ পরীক্ষণ শেয়ার করলাম। যেটি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে শক্তিশালী করে তুলতে পারবে। সুতরাং দেরী না করে আজকের পর্বের বাংলা বোধ পরীক্ষণ টেস্টটিতে অংশ গ্রহণ করে নিন। নিম্নলিখিত কবিতাংশটি ভালো করে পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর দিন।
শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে
অস্ত গেল, হিংসার উৎসবে আজি বাজে
অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী
ভয়ঙ্করী। দয়াহীন সভ্যতা নাগিনী
তুলেছে কুটিল ফণা চক্ষের নিমিষে
গুপ্ত বিষদন্ত তার ভরি তীব্র বিষে।
■ ‘শতাব্দী’ শব্দটির সমাস নির্ণয় করুন-
তৎপুরুষ
কর্মধারয়
দ্বিগু
বহুব্রীহি
■ কবিতাটি কোন বিশেষ রূপাঙ্গিকে লেখা ?
সনেট
অমিত্রাক্ষর
গদ্যছন্দ
পয়ার
■ ‘দয়াহীন’ শব্দটির কারক নির্ণয় করুন –
কর্তৃকারক
করণকারক
কর্মকারক
অপদানকারক
■ ‘অস্ত’ শব্দটির বিপরীতার্থ কোনটি ?
প্রভাত
শুরু
অস্তমিত
উদয়
■ ‘হিংসার উৎসব’ কোন ঘটনার দিকে ইঙ্গিত করে ?
বিভিন্ন দেশের অস্ত্র সংগ্রহের নেশা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
প্রথম বিশ্বযুদ্ধ
কোনোটিই নয়
■ ‘শতাব্দীর সূর্য’ শব্দটির সরলার্থ নিচের কোনটি ?
একবিংশ শতাব্দীর সূর্য
বিংশ শতাব্দীর সূর্য
ঊনবিংশ শতাব্দীর সূর্য
শত বৎসরের সূর্য
■ ‘সভ্যতা-নাগিনী’ সমাস নির্ণয় কর –
বহুব্রীহি
তৎপুরুষ
রূপক কর্মধারয়
দ্বিগু
■ শুদ্ধ বানান কোনটি ?
নাগিণী
নাগিনি
নাগিনী
নাগীনি
■ গুরুচন্ডালি দোষমুক্ত কোনটি ?
বিষদন্ত
বিশদন্ত
বিশদাঁত
দন্তবিষ
I was able to answer eight questions
Thank you