বাংলা বোধ পরীক্ষণ MCQ | Bengali Language Reading Comprehension MCQ for Primary TET | Part-06
সুপ্রিয় বন্ধুরা,
প্রাইমারি টেটের নতুন সিলেবাসটিতে ভাষাগত বোধ পরীক্ষণ টপিকটি থেকে ১৫ নম্বর তথা ১৫টি প্রশ্ন থাকবে বলে উল্লেখ করা আছে, যার মধ্যে গদ্য থেকে ৯টি প্রশ্ন ও কবিতা থেকে ৬টি প্রশ্ন দেওয়া হবে। আর আজ আপনাদের বাংলা বোধ পরীক্ষণ MCQ শেয়ার করলাম, যেটির মধ্যে একটি কবিতা এবং তার মধ্যে থেকে ব্যাকরণ ও ভাষাগত দক্ষতা সংক্রান্ত ৬টি প্রশ্ন দেওয়া আছে। সুতরাং নিজেদের যাচাই করে নিন এবং পরীক্ষার প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন।
নিম্নলিখিত কবিতাংশটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির উত্তর দিনঃ
সেই আদি যুগে যবে শিশু অসহায়,
নেত্র মেলি ভবে,
চাহিয়া আকাশ-পানে কারে ডেকেছিল,
দেবে না মানবে ?
কাতর-আহ্বান সেই মেঘে মেঘে উঠি,
লুটি গ্রহে গ্রহে,
ফিরিয়া কি আসে নাই, না পেয়ে উত্তর,
ধরার আগ্রহে ?
সেই ক্ষুব্ধ অন্ধকারে, মরুত গর্জনে,
কার অন্বেষণ ?
সে নহে বন্দনা গীতি, ভয়ার্ত-ক্ষুধার্থ
খুঁজিছে স্বজন।
1. শিশু কথাটির পদান্তর হবে –
A. শিশুরা
B. শৈশব
C. বাল্য
D. এগুলির কোনোটিই নয়
2. অন্বেষণ কথাটির সন্ধি-বিচ্ছেদ করুন –
A. অন্য + এষণ
B. অন্বে + ষণ
C. অনু + এষণ
D. অন + এষণ
3. ‘আদি’ কথাটির বিপরীত অর্থ কি ?
A. অনন্ত
B. অন্ত
C. শান্ত
D. অনাদি
4. ‘নেত্র’ কথাটির উৎস –
A. তদ্ভব
B. তৎসম
C. অর্ধতৎসম
D. আগন্তুক
5. ‘স্বজন’ কোন সমাস ?
A. দ্বিগু
B. বহুব্রীহি
C. কর্মধারয়
D. তৎপুরুষ
6. ‘দেবে না মানবে’ কথাটির সরলার্থ কোনটি ?
A. দেবতাকেও নয় মানুষকেও নয়
B. দেবতাকে না মানুষকে
C. দেবতাকে, মানুষকে নয়
D. দেবতাকে নয় মানুষকে
ভালো হচ্ছে প্রশ্নের ধরণ গুলো ।। আরো চাই।।
vlo hoche ro den
Vlo