Wednesday, January 22, 2025
Homeচাকরির খবরমাসিক ৩৬ হাজার টাকা বেতনে ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি

মাসিক ৩৬ হাজার টাকা বেতনে ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি

ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরির বিজ্ঞপ্তি

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৩ | Bank of India Recruitment 2023

মাসিক ৩৬ হাজার টাকা বেতনে ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি
মাসিক ৩৬ হাজার টাকা বেতনে ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি

সুপ্রিয় বন্ধুরা,
ব্যাংক অফ ইন্ডিয়াতে প্রবেশনারি অফিসার পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই নিয়োগের জন্য আবেদন করা যাবে। যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে দেওয়া হল-

পদের নাম :
  • ক্রেডিট অফিসার।
  • IT অফিসার।
শুন্যপদ :
  • ক্রেডিট অফিসার – ৩৫০টি।
  • IT অফিসার – ১৫০টি।
শিক্ষাগত যোগ্যতা :
  • ক্রেডিট অফিসার পদের ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
  • IT অফিসার পদের ক্ষেত্রে Computer Science/ Computer Application/ Information Technology/ Electronics/ Electronics and Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation -এ Engineering/ Technology -তে Digree থাকতে হবে।
বয়সসীমা :

১লা ফেব্রুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ২০ থেকে ২৯ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন :

৩৬,০০০/- টাকা থেকে ৬৩,৮৪০/- টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য :

GEN / OBC / EWS প্রার্থীদের ক্ষেত্রে ৮৫০/- টাকা এবং SC / ST / PWD প্রার্থীদের ক্ষেত্রে ১৭৫/- টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু১১ই ফেব্রুয়ারি ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ২৫শে ফেব্রুয়ারি ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
আবেদন করুনক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

আরও দেখুন :

RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts