Monday, December 30, 2024
Homeবাংলাবাংলা বোধ পরীক্ষণ | Bangla Bodh Porikshon

বাংলা বোধ পরীক্ষণ | Bangla Bodh Porikshon

বাংলা বোধ পরীক্ষণ

বাংলা বোধ পরীক্ষণ | Bangla Bodh Porikshon | Part-10

বাংলা বোধ পরীক্ষণ
বাংলা বোধ পরীক্ষণ

সতত, হে নদ, তুমি পড় মোর মনে।
সতত, তোমার কথা ভাবি এ বিরলে;
সতত (যেমতি লোক নিশার স্বপনে
শোনে মায়া-যন্ত্রধ্বনি) তব কলকলে
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে !
বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে,
কিন্তু এ স্নেহের তৃষা মিটে কার জলে ?
দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি-স্তনে।
আর কি হে হবে দেখা ?-যত দিন যাবে,
প্রজারূপে রাজরূপ সাগরের দিতে
বারিরূপ কর তুমি; এ মিনতি, গাবে
বঙ্গজ-জনের কানে, সখে, সখা-রীতে
নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে
লইছে যে তব নাম বঙ্গের সংগীতে।

এই কবিতাটি-
ক. প্রয়ার ছন্দে লেখা
খ. লেখ্য গদ্যে লেখা
গ. এটি চতুর্দশ পদী-কবিতা
ঘ. আলংকারিক


এই কবিতায় কবির সব সময় মনে পড়েছে-
ক. নদী
খ. পাহাড়
গ. অরণ্য
ঘ. সবকটিই


‘কিন্তু এ স্নেহের তৃষা মিটে কার জলে ?’ –কাকে উদ্দেশ্য করেছেন কবি-
ক. পদ্মা নদীর জলকে
খ. গঙ্গা নদীর জলকে
গ. ভাগীরথী নদীর জলকে
ঘ. কপোতাক্ষ নদীর জলকে


এই কবিতাটির কবির-
ক. স্বদেশ চেতনার প্রতীক
খ. বিদেশ যাত্রার তৈরী রূপ
গ. বিস্বাদগ্রস্ত অবস্থার প্রতীক
ঘ. কোনটাই নয়


জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে ! ‘ছলনে’ –এটি
ক. কর্ম কারক
খ. করণ কারক
গ. অধিকরণ কারক
ঘ. অপাদান কারক


‘জন্ম ভূমি’ শব্দটির সমাস হবে-
ক. তৎপুরুষ
খ. কর্মধারয়
গ. অব্যয়ীভাব
ঘ. দ্বন্দ্ব সমাস


RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts