April 2nd Week 2024 Current Affairs Quiz in Bengali
আজ আপনাদের জন্য রইলো এপ্রিল দ্বিতীয় সপ্তাহ ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ। যার মাধ্যমে আপনারা সাম্প্রতিককালের ঘটনা সম্পর্কে কতটা অবগত তা নিজেরাই যাচাই করে নিতে পারবেন এবং পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। নীচে দেওয়া কুইজ স্টার্ট বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ নিন।
April 2024 Second Week CA Quiz
কুইজ
এপ্রিল দ্বিতীয় সপ্তাহ ২০২৪
প্রশ্ন সংখ্যা
২২টি
সময়
৫ মিনিট
QUIZ START
Results
#1. আম্বেদকর জয়ন্তী পালন করা হয় কবে?
#2. World Cybercrime Index 2024-এ ভারতের স্থান কত?
#3. ভারতের প্রথম মহাকাশ পর্যটক হচ্ছেন কে?
#4. US-India Tax Forum-এর হেড পদে নিযুক্ত হলেন কে?
#5. 51st National Carrom Championship জিতলেন কে?
#6. কোন সালে চন্দ্রযান-৪ মিশন লঞ্চ করবে ভারত?
#7. হেপাটাইটিস বি এবং সি সংক্রমণের তালিকায় বিশ্বের মধ্যে ভারতের স্থান কত?
#8. লাক্ষাদ্বীপে ব্রাঞ্চ খোলা প্রথম প্রাইভেট ব্যাঙ্ক হলো কোনটি?
#9. ২০২৮ অলিম্পিক পর্যন্ত ভারতীয় মহিলা হকি টিমের কোচ হিসাবে নিযুক্ত হলেন কে?
#10. ২০২৪ মার্চ মাসে পুরুষ বিভাগে ICC Player of the Month হলেন কে?
#11. প্রথম National Women’s Hockey League অনুষ্ঠিত হবে কোথায়?
#12. Hurun’s Global Unicorn Index 2024-এ ভারতের স্থান ক
#13. সম্প্রতি GI Tag পেল কোন রাজ্যের বিহু ঢোল এবং জাপি?
#14. বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে?
#15. নতুন অর্থ কমিশনের মেম্বার হিসাবে নিযুক্ত হলেন কে
#16. “ZiG” নামে নতুন মুদ্রা লঞ্চ করলো কোন দেশ?
#17. সম্প্রতি প্রয়াত গাঙ্গু রামসে কে ছিলেন?
#18. German Democracy Prize পাচ্ছেন কে?
#19. ‘Booth Raabta’ ওয়েবসাইট লঞ্চ করলো কোন রাজ্য?
#20. “সাগর কবচ” নামে উপকূলীয় নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়
#21. I-League 2023-24 শিরোপা জিতলো কোন ফুটবল ক্লাব?
#22. 9th NEZ International Film Festival-এ গোল্ডেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড পেলেন কে?
Khub sundor