Wednesday, May 29, 2024
Homeকলকাতা পুলিশকলকাতা পুলিশ জিকে | Kolkata Police GK in Bengali

কলকাতা পুলিশ জিকে | Kolkata Police GK in Bengali

কলকাতা পুলিশ জিকে 03

কলকাতা পুলিশ জিকে | Kolkata Police GK in Bengali | Part-03

কলকাতা পুলিশ জিকে 03
কলকাতা পুলিশ জিকে 03

সুপ্রিয় বন্ধুরা,
আজ কলকাতা পুলিশ জিকে তিন নম্বর পর্বটি প্রদান করলাম। এই জিকে প্রশ্নোত্তরগুলি আপনাদের কলকাতা পুলিশ কনস্টেবল, এসআই, সার্জেন্ট প্রভৃতি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

Kolkata Police GK Questions 03 :

প্রশ্ন: হুতোম প্যাঁচা কার ছন্দনাম ?
উত্তরঃ কালীপ্রসন্ন সিংহ।

প্রশ্ন: একটি মিশ্র স্নায়ুর নাম কি?
উত্তরঃ ভেগাস।

প্রশ্ন: মৌলিক স্বরধ্বনি কয়টি ?
উত্তরঃ ৭টি।

প্রশ্ন: ভারতীয় কোন তথ্য চিত্র সম্প্রতি সালে অস্কার লাভ করলো ?
উত্তরঃ দ্য এলিফ্যান্ট হুইস্পারর্স।

প্রশ্ন: মাটির রং লাল হয় কেন ?
উত্তরঃ লৌহের উপস্থিতির কারণে।

প্রশ্ন: ‘হেপাটাইটিস-বি’ ভাইরাস কোন রোগের কারণ ?
উত্তরঃ জন্ডিস।

প্রশ্ন: পৃথিবীতে কোন ফল বেশি উৎপন্ন হয় ?
উত্তরঃ কলা।

প্রশ্ন: স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব কিসের স্লোগান ?
উত্তরঃ ফরাসী বিপ্লবের।

প্রশ্ন: সুরজিৎ চ্যাটার্জী কিসের সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তরঃ পিয়ানো।

প্রশ্ন: ‘কাদম্বরী’- গ্রন্থের লেখক কে ?
উত্তরঃ বাণভট্ট।

প্রশ্ন: স্বর্ণমন্দির কোন ধর্মের সঙ্গে সম্পর্ক যুক্ত ?
উত্তরঃ শিখ।

প্রশ্ন: ভারতের প্রাচীনতম গ্রন্থ কি ?
উত্তরঃ ঋকবেদ।

প্রশ্ন: ভারতের সর্বাপেক্ষা বৃহৎ বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার শিবপুরে।

প্রশ্ন: উদয়শঙ্কর কিসের সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তরঃ নৃত‍্য।

প্রশ্ন: সাম্প্রতিক ঘটে যাওয়া ফিফা বিশ্বকাপ ২০২২ জয়লাভ করলো কোন দেশ ?
উত্তরঃ আর্জেন্টিনা।

প্রশ্ন: মহেশ ভূপতি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ টেনিস।

প্রশ্ন: পরাধীন ভারতে কয়টি রাজ্য ছিল ?
উত্তরঃ ৫৬২ টি।

প্রশ্ন: ভারতের মোট তটরেখার দৈর্ঘ্য কত ?
উত্তরঃ ৬,১০০কিমি।

প্রশ্ন: বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় ?
উত্তরঃ আয়নোস্ফিয়ারে।

প্রশ্ন: উদ্ভিদের মৃত অংশ ও প্রাণীদেহের বর্জ্য পদার্থ কি বলা হয় ?
উত্তরঃ বায়োমাস।

কলকাতা পুলিশ জিকে PDF

File Details :


File Name : Kolkata Police GK 03
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.4 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts