প্রাইভেট টিউশন করতে পারবেন না স্কুল শিক্ষকরা, নির্দেশ কলকাতা হাইকোর্টের
সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন অবৈধ বলে অনেক আগেই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কিছু স্কুলের শিক্ষক মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম ভেঙে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন। তাই বিষয়টি নিয়ে এবার কঠোর ব্যবস্থা নিল কলকাতা হাইকোর্ট।
কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, রাজ্যে সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন আদৌ বৈধ নয়। প্রাইভেট টিউশনে যুক্ত স্কুল শিক্ষকদের বিরুদ্ধে পর্ষদ ও সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে তিন মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
এই প্রসঙ্গটি আদালতে ওঠে প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে দায়ের করা একটি জনস্বার্থ মামলায়।
মামলাকারী প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক দীপঙ্কর দাস জানান, ‘আমি সমস্ত গৃহশিক্ষক ও গৃহশিক্ষিকাদের উদ্দেশ্যে বলব, সরকারি নির্দেশটা আমাদের পক্ষেই ছিল, হাইকোর্টের নির্দেশও আমাদের পক্ষে গেল। এখন থেকে প্রত্যেকের নিজের নিজের এলাকায় টিউশনরত স্কুল শিক্ষক-শিক্ষিকাদের নামের তালিকা তৈরি করতে হবে।’