Saturday, December 21, 2024
Homeচাকরির খবরশ্রী অরবিন্দ কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ, বেতন ৫৭,৭০০ টাকা

শ্রী অরবিন্দ কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ, বেতন ৫৭,৭০০ টাকা

দিল্লীর শ্রী অরবিন্দ কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ

অরবিন্দ কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ | Sri Aurobindo College Assistant Professor Recruitment

শ্রী অরবিন্দ কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ
শ্রী অরবিন্দ কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ

সুপ্রিয় বন্ধুরা,
দিল্লীর শ্রী অরবিন্দ কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের নাগরিক হলেই এই নিয়োগের জন্য আবেদন করা যাবে। নীচে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া হল-

পদের নাম :

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।

শুন্যপদ :

১১১টি।

যে সমস্ত বিষয়ে নিয়োগ করা হবে :
  • Botany
  • Chemistry
  • Commerce
  • Economics
  • Mathematics
  • Physics
  • Political Science
  • Sanskrit
  • Zoology
  • Environmental Science
  • English
  • Electronics
  • Hindi
শিক্ষাগত যোগ্যতা :

যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী সহ UGC অথবা CSIR এর NET পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন :

৫৭,৭০০/- টাকা।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি :

UR/ OBC / EWS প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা এবং SC / ST/ PWD প্রার্থীদের কোনরূপ আবেদন ফি লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু২৩শে ডিসেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ২০শে জানুয়ারি ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
আবেদন করুনক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts