Primary TET Mock Test in Bengali Part 04
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের জন্যে রইলো ত্রিশ নম্বরের প্রাইমারি টেট মক টেস্ট। এটিতে বাংলা, শিশুশিক্ষা, অঙ্ক, ইংরেজি ও পরিবেশ বিদ্যা এই পাঁচটি বিষয় থেকে ছয়টি করে প্রশ্ন দেওয়া আছে। আমরা রাখছি আমাদের দেওয়া এই ধরনের মক টেস্ট গুলি পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের ভীষণ সাহায্য করবে।
Primary TET Mock Test
মকটেস্ট | প্রাইমারি টেট |
পর্ব | ০৪ |
প্রশ্ন সংখ্যা | ৩০টি |
মোট সময় | ৩০ মিনিট |
QUIZ START
#1. নিচের কোনগুলো ওলন্দাজ শব্দ ?
#2. লাঠি ও চাউল শব্দ দুটি -
#3. ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি ?
#4. বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী ?
#5. তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী হয় ?
#6. কোনটি ফারসি শব্দ ?
#7. স্কিমা (Schema) - এই ধারণাটির উদ্ভাবক হলেন -
#8. শিক্ষার্থীর হীনম্মন্যতা দূর করতে শিক্ষক কী ভূমিকা নেবেন ?
#9. শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ?
#10. একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ হল -
#11. কোন মনোবিদ নৈতিক বিকাশের তত্ত্ব দিয়েছেন ?
#12. আধুনিক শিক্ষার প্রধানতম বৈশিষ্ট্য কী ?
#13. I prefer coffee _______ tea.
#14. Choose the Correct Spelt Word:
#15. Choose the Correct Synonym : Stunned
#16. Choose the Correct Synonym : Gallant
#17. The old man is ______ before the T.V.
#18. Fortune smiled _______ his efforts.
#19. গণিতে সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত পদ্ধতির ধাপ সংখ্যা হল -
#20. কারা সর্বপ্রথম গাণিতিক শাস্ত্রগুলির সূচনা করেন ?
#21. নীচের কোনটি গণিত শিক্ষায় অনুসন্ধানমূলক পদ্ধতির একটি ত্রুটি ?
#22. ভ্যান হেইলের তত্ত্ব অনুসারে, জ্যামিতিতে চিন্তার পাঁচটি স্তর আছে। যথাযথতা ভ্যান হেইলের তত্ত্বের কোন স্তরের প্রতিনিধিত্ব করে ?
#23. নিম্নলিখিত ধারণাগুলির মধ্যে কোনটি শেখানোর জন্য ডাইনেস ব্লকের ব্যবহার করা যাবে না ?
#24. আয়তনের পরিমাপ শেখানো এবং শেখার প্রেক্ষাপটে নীচের কোনটি একটি কাম্য অনুশীলন ?
#25. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রগৌণ খাদক ?
#26. পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি কী ?
#27. সুন্দরবনে কোন ধরনের অরণ্য দেখতে পাওয়া যায় -
#28. ভোপাল দুর্ঘটনায় নির্গত গ্যাস ছিল -
#29. কার্বন ডাই অক্সাইড এর প্রধান উৎস হয় -
#30. অম্ল বৃষ্টিতে জলের ph মান হয় -
Finish
Yes
Address: BARBAKHRA, SAIYEDPUR, Bara
, Bakhra, Paschim Medinipur,
Saidpur, West Bengal, 721147
Yes
wrong answer gulor explanation deoya uchit. ba retest er chance thaka uchit.
Primary and upper primary