Wednesday, January 22, 2025
Homeচাকরির খবরদৈনিক ৫৬৫ টাকা বেতনে হোম গার্ডের চাকরি, যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ

দৈনিক ৫৬৫ টাকা বেতনে হোম গার্ডের চাকরি, যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ

পশ্চিম মেদিনীপুরে হোম গার্ড নিয়োগ

হোম গার্ড নিয়োগ 2023 | West Bengal Home Guard Recruitment 2023

হোম গার্ড নিয়োগ 2023
হোম গার্ড নিয়োগ 2023

সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে কোতয়ালি, শালবনী, খড়গপুর লোকাল, ডেবরা, দাঁতন সহ মোট আটটি থানায় চুক্তিভিত্তিকভাবে হোম গার্ড নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে দেওয়া হল-

পদের নাম :

হোম গার্ড।

শুন্যপদ :

প্রায় ১০০টি।

শিক্ষাগত যোগ্যতা :

অষ্টম শ্রেণি পাশ।

অন্যান্য যোগ্যতা :
  • পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১৬০ সেমি এবং ওজন কমপক্ষে ৫১ কেজি হতে হবে।
  • মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১৫২ সেমি এবং ওজন কমপক্ষে ৪৪ কেজি হতে হবে।
  • বাংলা বলতে ও লিখতে পাড়া বাধ্যতামূলক।
বেতন :

দৈনিক ৫৬৫ টাকা।

বয়সসীমা :

১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

আবেদন পদ্ধতি :
  • অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • ইচ্ছুক প্রার্থীদের নিজেদের থানায় গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।
  • আবেদনপত্রের সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড সহ বিভিন্ন নথি জমা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি :
  • শারীরিক মাপযোগ
  • দৌড়
  • লিখিত পরীক্ষা

এই তিনটি ধাপের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদনের শেষ তারিখ :

১৭ই ফেব্রুয়ারি ২০২৩।

*** এই প্রতিবেদনটি বিশস্ত একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনের ওপর ভিত্তি করেই এই নিয়োগ সংক্রান্ত তথ্য তুলে ধরলাম।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

আরও দেখুন :

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts