পশ্চিমবঙ্গের জেলা তালিকা | West Bengal District List
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গের জেলা গঠন, পশ্চিমবঙ্গের বর্তমান জেলা এবং নতুন কয়েকটি জেলা সম্পর্কে আলোচনা করলাম। যার মাধ্যমে আপনারা পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের ইতিহাস এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা গঠনের ইতিহাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা গঠন করতে পারবেন।
পশ্চিমবঙ্গের জেলা গঠনের ইতিহাস
১৯৪৭ সালে ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে সে সময় ব্রিটিশ ভারতের প্রদেশ বিভাজনের পরিকল্পনা অনুযায়ী ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বাংলা প্রদেশের ১৪টি জেলা নিয়ে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যটি প্রতিষ্ঠিত হয়।
পরবর্তী কালে ব্রিটিশ সরকারের অধীনস্ত এক কদর রাজ্য কোচবিহারের শাসনভার গ্রহণ করে ভারত সরকার। যেটি ১৯৫০ সালের ১লা জানুয়ারী পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে স্বীকৃতি পায়। ভাষার ভিত্তিতে রাজ্য পুর্ণগঠন আইন অনুসারে ১৯৫৬ সালে বিহারের মালভূম জেলার পুরুলিয়া মহুকুমাটি একটি স্বতন্ত্র জেলা হিসাবে পশ্চিমবঙ্গের অন্তর্গত হয়।
এরপর প্রশাসনিক কাজকর্মের সহজতর করার লক্ষে বৃহদাকার জেলাগুলিকে দ্বিবিভক্ত করা হয়। নবাব মীরজাফর নামাঙ্কিত চব্বিশ পরগণা জেলাটিকে ভেঙে ১৯৮৬ সালে ১লা মার্চ উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণা জেলা গঠিত হয়, ক্রমে পূর্বাতন পশ্চিম দিনাজপুর জেলাটি ভেঙে ১৯৯২ সালে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর গঠিত হয় এবং ২০০২ সালের ১লা জানুয়ারি মেদিনীপুর জেলাটি দ্বিবিভক্ত হয়ে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনী পুর গঠিত হয়।
২০১৪ সালে কোচবিহার জেলার প্রশাসনকে সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ রাখতে আলিপুরদুয়ার জেলাটি গঠিত হয়। এরও পরবর্তীতে ২০১৭ সালের এপ্রিলে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম মহুকুমাটি ঝাড়গ্রাম জেলা, পূর্বতন বর্ধমান জেলাটি পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলা এবং দার্জিলিং জেলার কিছু অংশ নিয়ে কালিম্পং জেলা গঠিত হয়।
বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের জেলার সংখ্যা ২৩টি এবং এই ২৩টি জেলা ৫টি বিভাগে বিন্যস্ত।
পশ্চিমবঙ্গের জেলা তালিকা
নং | জেলা | জেলাসদর |
---|---|---|
০১ | কলকাতা | কলকাতা |
০২ | উত্তর চব্বিশ পরগনা | বারাসাত |
০৩ | দক্ষিণ চব্বিশ পরগনা | আলিপুর |
০৪ | হাওড়া | হাওড়া |
০৫ | নদিয়া | কৃষ্ণনগর |
০৬ | মুর্শিদাবাদ | বহরমপুর |
০৭ | পুরুলিয়া | পুরুলিয়া |
০৮ | বীরভূম | সিউড়ি |
০৯ | বাঁকুড়া | বাঁকুড়া |
১০ | পূর্ব বর্ধমান | বর্ধমান |
১১ | পশ্চিম বর্ধমান | আসানসোল |
১২ | হুগলি | চুঁচুড়া |
১৩ | পূর্ব মেদিনীপুর | তমলুক |
১৪ | পশ্চিম মেদিনীপুর | মেদিনীপুর |
১৫ | কোচবিহার | কোচবিহার |
১৬ | কালিম্পং | কালিম্পং |
১৭ | আলিপুরদুয়ার | আলিপুরদুয়ার |
১৮ | দার্জিলিং | দার্জিলিং |
১৯ | জলপাইগুড়ি | জলপাইগুড়ি |
২০ | ঝাড়গ্রাম | ঝাড়গ্রাম |
২১ | উত্তর দিনাজপুর | রায়গঞ্জ |
২২ | দক্ষিণ দিনাজপুর | বালুরঘাট |
২৩ | মালদহ | ইংলিশ বাজার |
পশ্চিমবঙ্গ নতুন জেলা গঠন
সম্প্রতি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাগুলিতে আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বাড়তি সুবিধা এবং উন্নতমানের পরিষেবা দিতে আরো সাতটি নতুন জেলার ঘোষণা করেছেন। যেমন –
১| মুর্শিদাবাদ জেলাকে ভেঙে মুর্শিদাবাদ ব্যতীত বহরমপুর ও কান্দি দুইটি নতুন জেলা গঠিত হচ্ছে,
২| উত্তর ২৪ পরগণা জেলাকে ভেঙে উত্তর ২৪ পরগণা ব্যতীত বনগাঁ মহকুমা ও বাগদা নিয়ে নতুন ইছামতী জেলা এবং বসিরহাট দুইটি জেলা গঠিত হচ্ছে,
৩| দক্ষিণ ২৪ পরগনাকে ভেঙে সুন্দরবন একটি পৃথক জেলা হচ্ছে,
৪| বাঁকুড়া জেলাকে ভেঙে তৈরি হচ্ছে আলাদা বিষ্ণুপুর জেলা,
৫| এছাড়া নদীয়া জেলাকে ভেঙে রানাঘাট জেলায় পরিণত করা হচ্ছে।
Also Check: সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান