প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩ | WBSSC Headmaster Recruitment 2023

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে খুব শীঘ্রই প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যেখানে প্রায় আড়াই হাজার শুন্যপদে প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট বিষয়টি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়।
গত বুধবার বাঁকুড়ার প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ সংক্রান্ত একটি শিবিরে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন। তিনি জানান, প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে সম্ভবত এই মাসেই মন্ত্রিসভার অনুমোদন এসে যাবে। আর অনুমোদন এসে গেলেই এসএসসি দ্রুত বিজ্ঞপ্তি জারি করতে পারবে।
সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশন রাজ্যে আড়াই হাজার শুন্যপদে প্রধান শিক্ষক নিয়োগের কথা ভেবেছে এবং এই বিষয়ে ইতিমধ্যেই নিয়োগের বিধি প্রস্তুত করেছে। মন্ত্রীসভার অনুমোদন পেয়ে গেলেই মে মাসের আগেই প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে।