Wednesday, January 22, 2025

WBPSC Food SI Book List 2024

ফুড SI বুক লিস্ট 2024

ফুড SI বুক লিস্ট 2024 | WBPSC Food SI Book List 2024

WBPSC Food SI Book List 2023
WBPSC Food SI Book List 2024

যেকোনো পরীক্ষায় সাফল্য অর্জন করতে পরীক্ষার সিলেবাস, বিগত কয়েক বছরের প্রশ্নপত্র এবং সিলেবাস উপযোগী বই ফলো করা অত্যন্ত জরুরি। কিন্তু যেটা সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হল সঠিক সিলেবাস উপযোগী বই।

বাজারে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার এতো এতো বই রয়েছে যে, সেখান থেকে ভরসাযোগ্য বই বাছাই করা অত্যন্ত মুশকিল। তাই এরূপ সমস্যার সমাধান করতে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার কমনযোগ্য ও নির্ভরযোগ্য কয়েকটি বইয়ের নাম জানিয়ে দিচ্ছি।

WBPSC Food SI Book List 2024

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অনুষ্ঠিত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় মোট দুটি বিষয় রয়েছে। বিষয়গুলি হল জেনারেল স্টাডিজ ও পাটিগণিত। নীচে বিভিন্ন বিষয় অনুযায়ী সেরা বইগুলির নাম এবং তার লেখক বা পাবলিকেশনের নাম দেওয়া হল-

জেনারেল স্টাডিজ
  • জেনারেল নলেজ – তরুণ গোয়েল
  • জেনারেল নলেজ – তপতী পাবলিশার্স
পাটিগণিত
  • Competitive Mathematics – সুবীর দাস
  • Quantitative Aptitude – আরএস আগারওয়াল

এছাড়াও এক্সাম বাংলা পাবলিকেশনের Food SI গাইডেন্স Guru বইটি এবং শুধুমাত্র প্র্যাকটিসের জন্য তপতী পাবলিশার্সের Food & Supply Sub-Inspector বইটি পড়তে পারেন।

RELATED ARTICLES

2 COMMENTS

  1. নমস্কার sir / mam
    আমার নাম বিজয় দাস , আমি বাঁকুড়া জেলার কুস্থল গ্রাম এ থাকি , sir /mam আমি 2022 সালে মাধ্যমিক দিয়েছি এবং আমি এখন iti করছি আমার firstyesr কম্পিল্ট
    নমস্কার .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts