Friday, December 27, 2024
Homeচাকরির খবরওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট 2023

ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট 2023

WBPSC মাধ্যমে নতুন Audit & Accountant নিয়োগের বিজ্ঞপ্তি

ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট 2023 | WBPSC Audit And Accounts Service Recruitment 2023

ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট 2023
ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট 2023

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষা সংক্রান্ত একটি শর্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুন্যপদ, আবেদন শুরু ও শেষের তারিখ ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি ডিটেইলড নোটিফিকেশন প্রকাশিত হলে জানানো হবে।

রিক্রুটমেন্ট বোর্ডপশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
পরীক্ষার নামঅডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস
আবেদন মাধ্যমঅনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটwbpsc.gov.in
পরীক্ষার নাম :

অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস।

ডিপার্টমেন্ট :

ফাইন্যান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল।

শিক্ষাগত যোগ্যতা :

আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে বাণিজ্যে স্নাতক হতে হবে অথবা Institute of Chartered Accountants of India অথবা Institute of Cost Accountants of India -র একজন সদস্য হওয়া আবশ্যক। এছাড়াও MBA/PGDM (FINANCE) অথবা সমান যোগ্যতার কোনও স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা :

১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন :

মাসিক বেতন ৫৬,১০০/- টাকা থেকে ১,৪৪,৩০০/- টাকা পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি :

প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা ও ইন্টারভিউ এই তিনটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন মূল্য :

আবেদন মূল্য ২১০/- টাকা। তবে এসসি, এসটি এবং PwBD প্রার্থীদের কোনোরকম টাকা লাগবে না।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটভিজিট করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts