পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি 2024 | WBP Sub Inspector Recruitment 2024
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুন্যপদ, যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হলো।
রিক্রুটমেন্ট বোর্ড | পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড |
পদের নাম | পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর |
শুন্যপদ | ৪৬৪টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
অফিশিয়াল ওয়েবসাইট | prb.wb.gov.in |
পদের নাম :
পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর।
শুন্যপদ :
এই রিক্রুটমেন্টের মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশে পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট ৪৬৪ জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে।
শাখা | শুন্যপদ |
---|---|
Armed Branch Male | ২০০টি |
Unarmed Branch Male | ১৬৪টি |
Unarmed Branch Female | ১০০টি |
মোট | ৪৬৪টি |
শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে।
বয়সসীমা :
১লা জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি :
- প্রিলিমিনারি
- শারীরিক পরিমাপ ও দক্ষতা পরীক্ষা
- মেন পরীক্ষা
- পার্সোনালিটি টেস্ট
আবেদন মূল্য :
ক্যাটাগরি | আবেদন মূল্য |
---|---|
এসসি, এসটি | ২০/- টাকা |
বাকি অন্যান্য ক্যাটাগরি | ২৭০/- টাকা |
আবেদন পদ্ধতি :
অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ৯ই মার্চ ২০২৪ |
আবেদন প্রক্রিয়া শেষ | ৭ই এপ্রিল ২০২৪ |
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |