Tuesday, January 21, 2025
Homeপ্রাইমারি টেটপ্রাইমারি টেট ইন্টারভিউ প্রশ্ন | WB Primary TET Interview Questions

প্রাইমারি টেট ইন্টারভিউ প্রশ্ন | WB Primary TET Interview Questions

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ইন্টারভিউ প্রস্তুতি

প্রাইমারি টেট ইন্টারভিউ গাইড – প্রশ্ন, ড্রেস কোড, টিপস | WB Primary TET Interview Questions

প্রাইমারি টেট ইন্টারভিউ গাইড
প্রাইমারি টেট ইন্টারভিউ গাইড

সুপ্রিয় বন্ধুরা,
প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এই ইন্টারভিউ প্রক্রিয়ায় আপনাদের সহযোগিতা করতে আজ প্রাইমারি টেট ইন্টারভিউর উপযোগী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রয়োজনীয় ডকুমেন্টস, ড্রেস কোড তথা কি পোশাক পড়ে যাবেন এবং ইন্টারভিউর প্রস্তুতি নিতে বাড়িতে কি করবেন সেগুলো নিয়ে আলোচনা করলাম।

প্রাইমারি টেট ইন্টারভিউ প্রশ্ন :

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাইমারি শিক্ষক ও শিক্ষিকাদের অভিজ্ঞতা থেকে জানা যে, পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার ইন্টারভিউতে সাধারণত এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে-

  • সাধারণত সকল পরীক্ষার ইন্টারভিউর একটি কমন প্রশ্ন হল – “আপনি আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন ?” তাই আপনাকে নিজের সম্পর্কে বলা তথা নিজেকে ভালোভাবে উপস্থাপন করার অভ্যাস করতে হবে। যেমন- আপনার নিজের নাম, গ্রামের নাম, জেলার নাম, আপনার শিক্ষাগত যোগ্যতা এবং বর্তমানে এখন কি করছেন ইত্যাদি।
  • আপনার গ্রাম, জেলা ও রাজ্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া। যেমন – বিখ্যাত কিছু জিনিস, উল্লেখযোগ্য স্থান এবং কিছু বিখ্যাত ব্যক্তি বা মনিষীর নাম ইত্যাদি। এছাড়া পশ্চিমবঙ্গের মন্ত্রালয়ের বিভিন্ন পদে কোন ব্যক্তি অধিষ্ঠিত আছেন, সেই সম্পর্কে জেনে নেওয়া এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন যোজনা সম্পর্কে সুস্পষ্ট তথ্য জেনে নেওয়া।
  • এবার আপনি যদি কোন একটি নির্দিষ্ট বিষয়ে অনার্স তথা গ্র্যাজুয়েশন করে থাকেন, তাহলে সেই বিষয় থেকে কিছু সাধারণ প্রশ্ন করা হয়ে থাকে। তাই আপনার কাজ হবে সেই বিষয়ের কিছু উল্লেখযোগ্য তথা সাধারণ বিষয়াবলী সম্পর্কে একটু রিফাইজ করে নেওয়া বা জেনে নেওয়া।
  • প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত যে সকল পাঠ্যপুস্তক আছে, সেই সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া। যেমন- কি কি পাঠ্য রয়েছে, সিলেবাসে কি কি আছে ইত্যাদি।
  • ডি.এল.এড. ট্রেনিং নেওয়ার সময় নতুন কি কি জিনিস শিখেছেন।
  • সাম্প্রতিক কালের ঘটনাবলী সম্পর্কে একটু ভালোভাবে জেনে যাবেন।
  • আর একটি অন্যতম প্রশ্ন হল, “আপনি কেন একজন প্রাইমারি শিক্ষক হতে চান ?”
  • ক্লাসে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে আপনি কীভাবে তাদের পড়াবেন বা শিক্ষাদান করবেন ?
  • আপনার স্কুলে যদি কোন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে, তাহলে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন ?
  • আপনি আপনার স্কুলের উন্নতির জন্য কি কি পদক্ষেপ নেবেন ?
  • শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব এই বিষয়টি থেকে বেশিরভাগ প্রশ্ন করা হয়ে থাকে।
প্রাইমারি টেট ইন্টারভিউর ডকুমেন্ট :

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার ইন্টারভিউতে আপনার অ্যাকাডেমিক তথ্য যাচাই করা হয়ে থাকে। তাই আপনারা যে সমস্ত ডকুমেন্ট ফর্ম ফিলাপের সময় দিয়েছিলেন, সেইগুলো সঙ্গে করে নিয়ে যাবেন। যেমন–

  • অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম
  • অনলাইন ইন্টারভিউ অ্যাপ্লিকেশন ফর্ম
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট
  • গ্র্যাজুয়েশন মার্কশিট ও সার্টিফিকেট
  • ডি.এল.এড. ট্রেনিং মার্কশিট ও সার্টিফিকেট
  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • কাস্ট সার্টিফিকেট
  • আর হ্যাঁ ফাইলের মধ্যে অপ্রয়োজনীয় কাজগপত্র একদমই রাখবেন না।
প্রাইমারি টেট ইন্টারভিউর পোশাক :

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার ইন্টারভিউতে যে পোশাক পরে যাবেন – প্রথমেই বলা রাখা ভালো, ইন্টারভিউ দিতে যাওয়ার পোশাক যেন মানানসই সাধারণ হয়।

  • ফর্মাল ফুল হাতা জামা ও প্যান্ট।
  • মহিলাদের ক্ষেত্রে শাড়ি নাহলে চুড়িদার।
  • জামা, চুড়িদার বা শাড়ির রঙ যেন হালকা হয়।
  • ফর্মাল বুট বা জুতো।
  • হাতে অবশ্যই একটা ঘড়ি।
বাড়িতে করণীয় কাজ :

ইন্টারভিউর প্রস্তুতি নিতে বাড়িতে যেগুলি করবেন, সেগুলি হল-

  • অনেকে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে, তাই সেই সমস্ত বক্তি তথা ব্যক্তিদের কথাগুলিকে এড়িয়ে চলা।
  • আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সম্বন্ধে বলা প্র্যাকটিস করা।
  • ‘আমি পারবো’ – এই মনোবল রাখা।
প্রাইমারি টেট ইন্টারভিউ গাইড PDF

File Details :


File Name : WB Primary TET Interview Guide
Language : Bengali
No. of Pages : 02
Size : 01 MB

Also Check :
RELATED ARTICLES

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts