Sunday, December 22, 2024
Homeচাকরির খবরস্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ ২০২২ | WB Health Recruitment 2022

স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ ২০২২ | WB Health Recruitment 2022

স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ও ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি

স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ ২০২২ | WB Health Recruitment 2022

স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ ২০২২
স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ ২০২২

সুপ্রিয় বন্ধুরা,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ও ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া হল।

পদের নাম :

ব্লক পাবলিক হেলথ ম্যানেজার (under XV FC-HG)।

শুন্যপদ :

২টি (ST-১, SC-১)।

যোগ্যতা :
  • জীবন বিজ্ঞানে বিএসসি সঙ্গে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি/ডিপ্লোমা থাকতে হবে।
  • MS Office এর কাজের ভালো দক্ষতা থাকতে হবে।
  • পাবলিক হেলথে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা :

০১.০১.২০২২ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন :

৩৫,০০০/- টাকা।

—–

পদের নাম :

স্টাফ নার্স (U-HWC under XV FC-HG)।

শুন্যপদ :

১টি (ST-১)।

যোগ্যতা :
  • ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM কোর্স করা থাকতে হবে।
  • ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল (WBNC) অনুমোদিত রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা :

০১.০১.২০২২ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন :

২৫,০০০/- টাকা।

—–

পদের নাম :

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (under XV FC-HG)।

শুন্যপদ :

৮টি (ST-২, SC-৩, OBC-A-২, OBC-B-১)।

যোগ্যতা :

ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM / ANM কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা :

০১.০১.২০২২ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন :

১৩,০০০/- টাকা।

—–

পদের নাম :

স্টাফ নার্স (Polyclinic under XV FC-HG)।

শুন্যপদ :

৩টি (ST-১, SC-১, OBC-A-১)।

যোগ্যতা :
  • ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM কোর্স করা থাকতে হবে।
  • ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল (WBNC) অনুমোদিত রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা :

০১.০১.২০২২ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন :

২৫,০০০/- টাকা।

—–

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু১৭ই ডিসেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ৩১শে ডিসেম্বর ২০২২

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
আবেদন করুনক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts