বন সহায়ক নিয়োগের তালিকা বাতিল, নতুন করে ইন্টারভিউয়ের নির্দেশ কলকাতা হাইকোর্টের
২০২০ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গ বনদপ্তরের তরফ থেকে বন সহায়ক পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। প্রায় দুই হাজার শুন্যপদে চুক্তিভিত্তিক বন সহায়ক নিয়োগের কথা বলা হয়েছিল বিজ্ঞপ্তিতে।
প্রায় লক্ষাধিক চাকরিপ্রার্থী এই নিয়োগের জন্য আবেদনপত্র জমা দিয়েছিল। এই নিয়োগ প্রক্রিয়া যোগ্যতার ভিত্তিতে যাচাই না করে দুর্নীতির মাধ্যমে সংগঠিত হয়েছিল বলে অভিযোগ ওঠে। এই নিয়োগ প্রক্রিয়ায় ভুল-ভ্রান্তি থাকার কারণে বন সহায়ক নিয়োগের সম্পূর্ণ তালিকা বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
কলকাতা হাইকোর্ট জানায়, রাজ্যের তরফে এসএমএসের মাধ্যমে চাকরিপ্রাপকদের জানানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা ঠিক হয়নি। পাশাপাশি হাইকোর্টের নির্দেশ, আগামী দুই মাসের মধ্যে নিয়োগ তালিকাটি বাতিল করতে হবে এবং ওই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করে তৈরি করতে হবে নতুন তালিকা।
গত বুধবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্য়ায়ের একক বেঞ্চ।