Saturday, December 21, 2024
Homeচাকরির খবরঅষ্টম শ্রেণি পাশে জেলা আদালতে গ্রুপ ডি পদে চাকরি 2024

অষ্টম শ্রেণি পাশে জেলা আদালতে গ্রুপ ডি পদে চাকরি 2024

জেলা আদালতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ 2024, যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ

অষ্টম শ্রেণি পাশে জেলা আদালতে গ্রুপ ডি পদে চাকরি 2024 | WB District Court recruitment 2024

অষ্টম শ্রেণি পাশে জেলা আদালতে গ্রুপ ডি পদে চাকরি 2024
অষ্টম শ্রেণি পাশে জেলা আদালতে গ্রুপ ডি পদে চাকরি 2024

পূর্ব বর্ধমান জেলা আদালতের তরফে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুন্যপদ, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হলো।

রিক্রুটমেন্ট বোর্ডপূর্ব বর্ধমান জেলা আদালত
পদের নামগ্রুপ ডি
শুন্যপদ১১টি
আবেদন মাধ্যমঅফলাইন
অফিশিয়াল ওয়েবসাইটpurbabardhaman.dcourts.gov.in
পদের নাম :

যে সমস্ত গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হল- নাইট গার্ড, ডে গার্ড ও গার্ডেনার।

শুন্যপদ :

এই রিক্রুটমেন্টের মাধ্যমে মোট ১১টি শুন্যপদে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে।

পদের নামশুন্যপদ
নাইট গার্ড৯টি
ডে গার্ড১টি
গার্ডেনার১টি
মোট১১টি
শিক্ষাগত যোগ্যতা :

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হতে হবে।

বয়সসীমা :

১লা জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন :

১৭,০০০/- টাকা থেকে ৪৩,৬০০/- টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি :

অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রটি ডাউনলোড করে, প্রিন্ট আউট করার পর সেটা সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস যোগ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :

District Judge cum District Recruitment Committee of Purba Bardhaman Judgeship, Court Compound, Burdwan, Purba Bardhaman, Pin Code – 713101

আবেদন মূল্য :

তফসিলি জাতি (এসসি) প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা এবং অন্যান্য সমস্ত শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে ৩০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শেষ৪ঠা মে ২০২৪

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল বিজ্ঞপ্তিডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts