Wednesday, January 22, 2025
Homeচাকরির খবরটাটা মেমোরিয়াল হসপিটালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Tata Memorial Hospital Recruitment 2023

টাটা মেমোরিয়াল হসপিটালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Tata Memorial Hospital Recruitment 2023

টাটা মেমোরিয়াল হসপিটালে নিয়োগ বিজ্ঞপ্তি

টাটা মেমোরিয়াল হসপিটালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Tata Memorial Hospital Recruitment 2023

টাটা মেমোরিয়াল হসপিটালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
টাটা মেমোরিয়াল হসপিটালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

সুপ্রিয় বন্ধুরা,
টাটা মেমোরিয়াল হসপিটালের তরফ থেকে Lower Division Clerk, Attendant, Trade Helper, Nurse পদগুলিতে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নীচে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া হল-

পদের নাম :
  • Lower Division Clerk
  • Attendant
  • Trade Helper
  • Nurse ‘A’
  • Nurse ‘B’
  • Nurse ‘C’
শুন্যপদ :
  • LDC – ১৮টি
  • Attendant – ২০টি
  • Helper – ৭০টি
  • Nurse ‘A’ – ২১২টি
  • Nurse ‘B’ – ৩০টি
  • Nurse ‘C’ – ৫৫টি
শিক্ষাগত যোগ্যতা :
  • LDC- এই পদে আবেদন জন্য স্নাতক হতে হবে। কম্পিউটার তিন মাসের কম্পিউটার কোর্স এবং কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • Attendant- এই পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হতে হবে এবং কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • Helper- এই পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হতে হবে এবং কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • Nurse- এই পদে আবেদনের জন্য নার্সিং কোর্স করা থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা :

১০ই জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী –

  • LDC- সর্বোচ্চ ২৭ বছর
  • Attendant- সর্বোচ্চ ২৫ বছর
  • Helper- সর্বোচ্চ ২৫ বছর
  • Nurse ‘A’- সর্বোচ্চ ২৫ বছর
  • Nurse ‘B’- সর্বোচ্চ ২৫ বছর
  • Nurse ‘C’- সর্বোচ্চ ২৫ বছর
  • তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন :
  • LDC- ১৯,৯০০/- টাকা
  • Attendant- ১৮,০০০/- টাকা
  • Helper- ১৮,০০০/- টাকা
  • Nurse ‘A’- ৪৪,৯০০/- টাকা
  • Nurse ‘B’- ৪৭,৬০০/- টাকা
  • Nurse ‘C’- ৫৩,১০০/- টাকা
নিয়োগ পদ্ধতি :

লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য :

আবেদনের জন্য ৩০০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে, তবে সংরক্ষিত এবং মহিলাদের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু১৯শে ডিসেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ১০ই জানুয়ারী ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
আবেদন করুনক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts