Saturday, December 21, 2024
Homeচাকরির খবরSSC এর মাধ্যমে 5369 টি শূন্যপদে নিয়োগ

SSC এর মাধ্যমে 5369 টি শূন্যপদে নিয়োগ

SSC Phase 11 এর মাধ্যমে 5369 টি শূন্যপদে নিয়োগ

5369 টি শূন্যপদে নিয়োগ SSC Phase 11 এর মাধ্যমে | SSC Selection Post Phase 11 Notification 2023

SSC এর মাধ্যমে 5369 টি শূন্যপদে নিয়োগ
SSC এর মাধ্যমে 5369 টি শূন্যপদে নিয়োগ

সুপ্রিয় বন্ধুরা,
SSC Phase 11 এর মাধ্যমে ৫৩৬৯টি শূন্যপদে নিয়োগের নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নাগরিক হলেই এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে দেওয়া হল-

শুন্যপদ :

৫৩৬৯টি।

শিক্ষাগত যোগ্যতা :

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পাশে আবেদন করতে পারবেন। বিভিন্ন পদ অনুযায়ী আলাদা আলদা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে।

বয়সসীমা :

বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বয়সসীমা রাখা হয়েছে। যেমন কোনো কোনো পদের ক্ষেত্রে ১৮-২৭, কোনো কোনো পদের ক্ষেত্রে ১৮-৩০ আবার কোনো কোনো পদের ক্ষেত্রে ১৮-২৫।

নিয়োগ পদ্ধতি :

লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি :

অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য :

General, OBC, EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা এবং SC, ST, PWD, Female প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম টাকা লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু৬ই মার্চ ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ২৭শে মার্চ ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
আবেদনের লিঙ্কক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
আরও দেখুন :
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts