Monday, December 23, 2024
Homeচাকরির খবরSSC CHSL Notification 2023 in Bengali

SSC CHSL Notification 2023 in Bengali

SSC CHSL পরীক্ষার নোটিফিকেশন 2023

এসএসসি সিএইচএসএল নোটিফিকেশন | SSC CHSL Notification 2023 in Bengali

SSC CHSL Notification 2023 in Bengali
SSC CHSL Notification 2023 in Bengali

কেন্দ্রীয় সরকারের অন্তর্গত স্টাফ সিলেকশন কমিশনের তরফে সিএইচএসএল পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এসএসসি সিএইচএসএল পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের বিভিন্ন দফতরে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে।

রিক্রুটমেন্ট বোর্ডস্টাফ সিলেকশন কমিশন
শুন্যপদ১৬০০
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ৮ই জুন ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইটssc.nic.in
পদের নাম :
  • লোয়ার ডিভিশন ক্লার্ক
  • জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
  • ডাটা এন্ট্রি অপারেটর
  • ডাটা এন্ট্রি অপারেটর (Grade A)
শুন্যপদ :

১৬০০টি।

শিক্ষাগত যোগ্যতা :

উচ্চমাধ্যমিক পাশ।

বয়সসীমা :

১লা আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য :

১০০/- টাকা, তবে Women / SC / ST / PwBD / ESM প্রার্থীদের কোনো রকম টাকা লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু৯ই মে ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ৮ই জুন ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts